ED Raid: সকাল হতে না হতেই হাওড়ায় ছুটল ইডি, কীসের খোঁজ করছেন গোয়েন্দারা?
ED Raid:রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বাকিবুর রহমান সহ আরও দুই জন। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখনও জেলে। এরই মধ্যে ফের রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা চলছে। এক নজরে জেনে নিন সকল আপডেট...
বুধের সকাল থেকে অ্যাকশন মুডে ইডি। রেশন দুর্নীতি মামলায় তদন্তে এ দিন হাওড়ার পাঁচলায় পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার দল। এই মামলায় যে সকল রেশন ডিলার রয়েছে সেখানে তাঁরা পৌঁছে গিয়েছেন। বস্তুত, রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বাকিবুর রহমান সহ আরও দুই জন। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখনও জেলে। এরই মধ্যে ফের রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা চলছে। এক নজরে জেনে নিন সকল আপডেট…
সর্বশেষ তথ্য উপরে….
- ইডির হানা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রেশন দুর্নীতি মামলা এত বড় যে আগামী কয়েক বছর ধরে রেড চলে অবাক হওয়ার কিছু নেই। প্রত্যেক জেলায় এর সুবিধাভোগী রয়েছে। তৃণমূলের নেতা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রত্যেকের বাড়িতে তল্লাশি হওয়া উচিত।”
- পাঁচলা ছাড়াও বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের যে তল্লাশি অভিযান তা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
- তবে এ দিন সাত সকালে রেশন ডিলারের রেশন দোকান পৌঁছলেও ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। কারণ দোকানের মালিক লোকনাথবাবু সেখানে ছিলেন না। আধিকারিকরা তাঁকে ফোন করেন।
- হাওড়ার পাঁচলায় বসবাস করেন রেশন ডিলার লোকনাথ সাহা। পাঁচলার বিকীহাকলায় তাঁর এই রেশন দোকান রয়েছে। আধিকারিকরা সেখানেই গিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।