AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saree: ধর্ষণ, দুর্নীতি, সিবিআই, টাকা উদ্ধার- নববর্ষে ট্রেন্ড বাংলার শাড়ি, কোথায় পাবেন, জেনে নিন

সাম্প্রতিক রাজনীতির বিষয় ফুটে উঠছে শাড়িতে। এ রকম ঘটনা সচারাচর দেখা যায় না। কিন্তু নতুন বছরের প্রাক্কালে মহানগরীর এক শাড়ির বিপণির উদ্যোগে এ বার শাড়িতেই বিভিন্ন রাজনৈতিক বিষয় ফুটে উঠেছে।

Saree: ধর্ষণ, দুর্নীতি, সিবিআই, টাকা উদ্ধার- নববর্ষে ট্রেন্ড বাংলার শাড়ি, কোথায় পাবেন, জেনে নিন
অভিনব শাড়ি
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 6:15 AM
Share

কলকাতা: ভারতের মতো দেশে রাজনীতি এক বহুল চর্চিত বিষয়। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়াতে নজর রাখতেই বিভিন্ন রাজনৈতিক বিষয় উঠে আসে। রাজনৈতিক ইস্যু নিয়ে দেওয়াল লেখার চর্চাও রয়েছে এ রাজ্যে। কিন্তু সাম্প্রতিক রাজনীতির বিষয় ফুটে উঠছে শাড়িতে। এ রকম ঘটনা সচারাচর দেখা যায় না। কিন্তু নতুন বছরের প্রাক্কালে মহানগরীর এক শাড়ির বিপণির উদ্যোগে এ বার শাড়িতেই বিভিন্ন রাজনৈতিক বিষয় ফুটে উঠেছে। গাজোলের ধর্ষণকাণ্ড থেকে শিবপুরের সাম্প্রতিক অশান্তি। টাকা উদ্ধার থেকে সিবিআই তদন্ত। এ রকম বিষয় নিয়েই তৈরি করা হয়েছে শাড়িগুলি। রাজনৈতিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পারিবারিক বিষয়ও ঠাঁই পেয়েছে ওই বিপণির ডিজাইন করা শাড়িতে।

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় রয়েছে দক্ষিণাপন। সেখানেই রয়েছে মৃদনয়নী নামের এক শাড়ির বিপণি। মধ্য প্রদেশ সরকারের শাড়ির বিপণি এটি। এই বিপণির শাড়িতেই ফুটে উঠেছে রাজনৈতিক বিষয়। শিবপুরের সাম্প্রতিক হিংসা এবং গাজোলের ধর্ষণ কাণ্ড নিয়েও স্লোগান রয়েছে শাড়িতে। লেখা হয়েছে, “ আর নয় শিবপুর আর নয় গাজোল, নববর্ষে যেন আর কালো না হয় বাংলা মায়ের আঁচল।”

গত বছরই রাজ্যবাসী সাক্ষী থেকেছে কোটি কোটি টাকা উদ্ধারের। ইডি একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার হয়েছে। শাড়িতে এই বিষয়টি ঠাঁই পেয়েছে। সেই শাড়িতে লেখা, “অর্থই অনর্থের মূল, নববর্ষে নয় ভুল।” এর পাশাপাশি কৌশলে সিবিআই তদন্তের কথাও ফুটে উঠেছে শাড়িতে। মুখ্যমন্ত্রীর বলা নতুন শব্দবন্ধ ‘শুভনন্দন’ও রয়েছে নববর্ষের এই শাড়িতে। তবে শুধু রাজনীতি নয় পোষ্যদের নিয়ে সচেতনতার কথা রয়েছে শাড়িতে। বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশ নিয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ওই বিপণির ম্যানেজার কেকে চট্টোপাধ্যায় বলেছেন, “বাংলা মুক্তমনা মহিলাদের জায়গা। শাড়িতেও আমরা তা ফুটিয়ে তুলতে চেয়েছি। এ জন্য বিশেষ ভাবে শাড়ির ডিজাইন করা হয়েছে। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, পরিবেশ সচেতনতা নিয়ে বার্তা দেওয়া হয়েছে।”