Partha Chatterjee: শ্বশুরের বিরুদ্ধেই রাজসাক্ষী জামাই! পার্থর অজানা ‘কীর্তি’ও ফাঁস করবেন কল্যাণময়?

Recruitment Scam: বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় কোনও অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হল। ফলে জামাইয়ের জন্য বিপদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের।

Partha Chatterjee: শ্বশুরের বিরুদ্ধেই রাজসাক্ষী জামাই! পার্থর অজানা কীর্তিও ফাঁস করবেন কল্যাণময়?
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 14, 2025 | 8:42 AM

কলকাতা: শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী জামাই! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য।

জানা গিয়েছে, বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাফ করার আর্জি জানিয়েছেন কল্যাণময়। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত।

এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় কোনও অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হল। ফলে জামাইয়ের জন্য বিপদ বাড়ল পার্থর।

প্রসঙ্গত,  ইডি চার্জশিটে কল্যাণময়ের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। দুর্নীতির কোটি কোটি টাকা কল্যাণময়ের কাছে গিয়েছিল অভিযোগ করেছে ইডি। নিউ ইয়র্কে থাকতেন কল্যাণময়। গত ডিসেম্বরেই তিনি কলকাতায় আসেন এবং বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন। সেই সময় আদালত শর্ত দিয়েছিল, নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না কল্যাণময়।

কীভাবে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল কল্যাণময়ের?

নিয়োগ দুর্নীতির করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্ত পিংলায় একটি অভিজাত স্কুলের খোঁজ পেয়েছিলেন। ওই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী’র নামে। পরে জানা যায়, ওই স্কুলের চেয়ারম্যানের পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এরপর তাঁকে একাধিকবার তলব করা হয়। ২০২২ সালেও ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি।