AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment Scam Case: এই নিয়ে তিনবার ডাকল CBI, নিজাম প্যালেসে ফের হাজিরা দিলেন বিভাস

Recruitment Scam Case: আজ সকালবেলা নিজাম প্যালেসে হাজিরা দেন বিভাস অধিকারী। সূত্রের খবর, ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বিভাসের। অনুব্রত মণ্ডলের সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা। উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে নিয়োগে বিভাসের যোগ ছিল বলে দাবি তদন্তকারীদের।

Recruitment Scam Case: এই নিয়ে তিনবার ডাকল CBI, নিজাম প্যালেসে ফের হাজিরা দিলেন বিভাস
বিভাস অধিকারী Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 1:46 PM
Share

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা তথা বেসরকারি বিএড ও ডিইএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতি বিভাস অধিকারীকে ফের তলব করল সিবিআই। এই তিনবার সিবিআই-এর ডাক পেলেন তিনি। সূত্রের খবর, এ দিন নিজাম প্যালেসে তাঁর বয়ান রেকর্ড করবেন তদন্তকারী আধিকারিকরা।

আজ সকালবেলা নিজাম প্যালেসে হাজিরা দেন বিভাস অধিকারী। সূত্রের খবর, ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বিভাসের। অনুব্রত মণ্ডলের সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা। উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে নিয়োগে বিভাসের যোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। মানিক যোগে একাধিক বিএড কলেজে অনুমোদনেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিভাস। বারে-বারে জানিয়েছেন নিয়োগ দুর্নীতিতে তিনি কোনওভাবেই যুক্ত নন।

প্রসঙ্গত, আগে বিভাসের নলহাটির বাড়ি, কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সিবিআই। কলকাতার ফ্ল্যাট সিলও করা হয়েছিল। বিভাস নিজে একাধিক বি.এড কলেজের মালিক বলে দাবি করেছিলেন। নলহাটিতে বিভাসের কলেজ আবার সম্প্রতি সরকারি অনুমোদন হারিয়েছে। এই বিভাসের ‘কারবারের’ পর্দাফাঁস করতে গিয়ে আক্রান্ত হয়েছিল TV9 বাংলা।