Recruitment Scam: ‘উচ্চতর নেতৃত্বের নির্দেশে গিয়েছিলাম…’, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারাদের ভিড়ে কেন মিশে ওয়েবকুপার সহ-সভাপতি?
Recruitment Scam: শান্তিনাথ বললেন, "ওয়েব কুপার উচ্চতর নেতৃত্বের নির্দেশ ছিল, তাই গিয়েছিলাম। স্বেচ্ছাসেবক হিসাবে গিয়েছিলাম। তবে যোগ্য শিক্ষকের ব্যাজ়টা খেয়াল করিনি, ভুলবশত গলায় পড়েছিলাম। এটা ঠিক হয়নি, সেটা মেনে নিচ্ছি। তবে শিক্ষকদের পাশে আমরা সবসময়ই আছি। থাকব।"

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে গলায় ‘যোগ্য শিক্ষকের’ ব্যাজ় ঝুলিয়ে মুখ্যমন্ত্রীর সভায় দেখা গিয়েছিল ল্যাবরেটরি ইন্সট্রাক্টর তথা উত্তর কলকাতার ওয়েব কুপার সহ-সভাপতি শান্তি নাথ মণ্ডলকে। কিন্তু চাকরিহারাদের বৈঠকে কেন ওয়েব কুপার সহ-সভাপতি? বলাই বাহুল্য, যে সংগঠনের সভাপতি স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়েছিল শান্তিনাথের ছবি! গলায় তখন তাঁর যোগ্য শিক্ষকের কার্ড ঝুলছে! কিন্তু কীভাবে তিনি সেখানে পৌঁছালেন? এবার TV9 বাংলার ক্যামেরার সামনে উত্তর কলকাতার ওয়েব কুপার সহ-সভাপতি শান্তিনাথ মণ্ডল।
শান্তিনাথ বললেন, “ওয়েব কুপার উচ্চতর নেতৃত্বের নির্দেশ ছিল, তাই গিয়েছিলাম। স্বেচ্ছাসেবক হিসাবে গিয়েছিলাম। তবে যোগ্য শিক্ষকের ব্যাজ়টা খেয়াল করিনি, ভুলবশত গলায় পড়েছিলাম। এটা ঠিক হয়নি, সেটা মেনে নিচ্ছি। তবে শিক্ষকদের পাশে আমরা সবসময়ই আছি। থাকব।”
সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে অংশগ্রহণকারীদের একাংশকে নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। সেদিন সকাল থেকে পাস পাওয়াকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যোগ্য-অযোগ্যদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়। এসবের মধ্যেই বেলা বারোটার কিছু আগে থেকেই নেতাজি ইন্ডোরে শুরু হয় বৈঠক। বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বাইরে অপেক্ষারত হাজার হাজার চাকরিহারারা। কথা ছিল যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাইরে ভিড়ের মাঝে চিহ্নিত বহু অযোগ্যকে হাতেনাতে ধরে ফেলেন যোগ্যরাই।





