Recruitment Scam: শুভাপ্রসন্ন, আবুল বসারদের নিয়ে চাকরিহারাদের সঙ্গে সোমবার বৈঠকে মমতা… বক্তব্য রাখবেন ২ চাকরিহারা
Recruitment Scam: সুপ্রিম কোর্টের নির্দেশ এক লহমায় চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার জন। রবিবার একদিকে যখন রামনবমীর মিছিল চলছে কলকাতা থেকে জেলায়, তখন শহিদ মিনারের কাছে জমায়েত করেন চাকরিহারারা। তুলে ধরেন একাধিক প্রশ্ন।

কলকাতা: সোমবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকে থাকবে তৃণমূল শিক্ষক সমিতিও। বৈঠকে থাকার কথা শুভাপ্রসন্ন ভট্টাচার্য, লেখক আবুল বাসারের। দু’জন চাকরিহারা বক্তব্য রাখবেন সভায়। চাকরিহারাদের প্রশ্নের উত্তর দেবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে সমস্যা সমাধানের কোনও পথ বেরোতে পারে বলে আগেই আভাস দিয়ে রেখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ এক লহমায় চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার জন। রবিবার একদিকে যখন রামনবমীর মিছিল চলছে কলকাতা থেকে জেলায়, তখন শহিদ মিনারের কাছে জমায়েত করেন চাকরিহারারা। তুলে ধরেন একাধিক প্রশ্ন। দ্রুত পথ না বেরোলে ভোটে কাউকে লড়তে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন চাকরিহারারা। চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল বলেন, “সরকার থেকে প্রতিটি রাজনৈতিক দলকে বলছি আপনারা রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচনে কাউকে লড়তে দেব না। আমাদের লাশের উপর দিয়ে লড়তে হবে। ফাঁকা কথার কারসাজি আর নয়। নিজেদের মারতে রাজি আছি। কারণ আমরা মরে গিয়েছি।”
এদিকে, মমতা চাকরিহারাদের জন্য ভাবছেন, তাঁদের জন্য কোনও পথ বার করার প্রয়াস চলছে বলেও আশ্বাস দিয়েছেন কুণাল। কিন্তু তিনি এও আভাস দিয়েছেন, বিরোধীরা চক্রান্ত করছেন, এই বৈঠক ভেস্তে দেওয়ার। সেই বৈঠকে গ্রুপ করে করে লোক ঢোকানো হবেও বলেও বিভিন্ন জায়গা থেকে তাঁরা খবর পেয়েছেন বলে সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দেন কুণাল। কুণাল চাকরিহারাদের উদ্দেশে এও বলে রাখেন, “যদি ভিতর থেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তাহলে আপনি আইডেন্টিফায়েড হয়ে যাবেন। করবেন না। প্রশাসনের নজর থাকছে।” আপাতত সোমবারের বৈঠক থেকে কোন সমাধান পথ বের হয়, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।





