AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment Scam: গ্রুপ সি চাকরি বাতিল মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে

Recruitment Scam: ১০ মার্চ গ্রুপ সিতে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Recruitment Scam: গ্রুপ সি চাকরি বাতিল মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে
কলকাতা হাইকোর্ট।
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 1:57 PM
Share

কলকাতা: গ্রুপ সি চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের মামলা। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন চাকরি যাওয়া ৮৪২ জনের একাংশ। উল্লেখ্য, গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এই মামলা। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলার প্রেক্ষাপট ১০ মার্চ গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১১ মার্চ দুপুর ১২ টার মধ্যেই এসএসসি-কে সুপারিশ প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত।

এক্ষেত্রে উল্লেখ্য, ৫৭ জনকে কোনও সুপারিশ দেয়নি এসএসসি। ফলে তাঁদের বাদ দিয়ে বাকি ৭৮৫ জনের সুপারিশ প্রত্যাহার করতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এসএসসি-র সুপারিশ ছাড়াই চাকরি করেছিলেন ৫৭ জন গ্রুপ সি কর্মী। তাঁদের নামের তালিকা প্রকাশ করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর তৎপর হয় কমিশন। সাইটে ৫৭ জনের তালিকাও প্রকাশ করা হয়। কমিশন জানায়, এরকম ৫৭ জনের হদিশ পাওয়া হয়েছে। বাকিদের বিষয় এখন জানা যায়নি। এরপরই হাইকোর্ট নির্দেশ দেয়, সুপারিশ পেয়ে কতজন নিয়োগ পেয়েছে, তার তালিকা তৈরি করতে হবে পর্ষদকে।

এসবের মধ্যেই আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে মামলা দায়ের হল।