Recruitment Scam: যে কোনও শর্তে জামিনের আর্জি জীবনকৃষ্ণের, প্রমাণ নষ্টের কথা মনে করাল CBI
Jiban Krishna Saha: সিবিআই-এর আইনজীবী উল্লেখ করেন, দুর্নীতি মামলায় কার কী ভূমিকা, সেটা পরিষ্কার। পরিষ্কার চার্জশিট তৈরি করার নির্দেশ দেওয়া হল সিবিআই-কে।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মোট আটজনকে আদালতে পেশ করা হল মঙ্গলবার। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ অভিযুক্তদের তরফে এদিন বারবার সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে বিচারক অর্পণ কুমার চট্টোপাধ্যায় সব পক্ষের বক্তব্য শোনার পর সিবিআই-কে নির্দেশ দিয়েছেন, যাতে পরিষ্কার করে একটা চার্জশিট তৈরি করা হয় আর দ্রুত তদন্ত শেষ করা হয়।
মঙ্গলবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে বিধায়ক জীবনকৃষ্ণের আইনজীবী বলেন, সিবিআই মনে করছে তারা যা আদালতে পেশ করবে সেটাই আইনসম্মত হবে। সবার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে, জীবনের বিরুদ্ধেও চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে। তাই যে কোনও শর্তে জামিনের আবেদন করেন তিনি। যাঁরা জেলে আছেন, তাঁদের সবারই জামিন পাওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেন আইনজীবী।
এদিকে, সিবিআই-এর আইনজীবী উল্লেখ করেন, দুর্নীতি মামলায় কার কী ভূমিকা, সেটা পরিষ্কার। প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলে সিবিআই-এর আইনজীবী বলেন, ‘চার্জশিটে দেখানো আছে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে সবার যোগসূত্র আছে।’
আর এক অভিযুক্ত প্রসন্ন রায়ের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এদিন প্রশ্ন তোলেন, সিবিআই এখনও কেন তদন্ত শেষ করতে পারছে না? তাঁর দাবি, তদন্ত শেষ না হওয়ার ফলে অভিযুক্তরা সমস্যায় পড়ছেন। মামলার এক বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও কেন তদন্ত এগোচ্ছে না, সে ব্যাপারে রিপোর্ট চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। তবে প্রসন্নর জামিনের আবেদন করা হয়নি। অভিযুক্ত শান্তি প্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, শাহিদ ইমাম, আলি ইমামের তরফে এদিন জামিনের আবেদন করা হয়। তবে জামিনের আবেদন খারিজ করে ১৪ জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এদিকে, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এদিন আদালত থেকে বেরনোর সময় তৃণমূলের শহিদ দিবস উদযাপন সম্পর্কে বলেন, ২১ জুলাই-এর সভায় ব্যাপক সমাবেশ হবে। ২০২৪-এ নরেন্দ্র মোদীর সরকার সরে যাচ্ছে।