AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawshad Siddiqui: নওশাদকে এখনই গ্রেফতার নয়, রক্ষাকবচ দিয়ে জানাল হাইকোর্ট

Nawshad Siddiqui: স্বস্তি মিলল হাইকোর্টে। ধর্ষণ মামলায় আপাতত নওশাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Nawshad Siddiqui: নওশাদকে এখনই গ্রেফতার নয়, রক্ষাকবচ দিয়ে জানাল হাইকোর্ট
নওশাদ সিদ্দিকী
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 2:37 PM
Share

কলকাতা: ভোটের দিন তাঁকে দেখা যায়নি ভাঙড়ে। কোথায় ছিলেন তা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। যদিও মাঝে মাঝেই ভিডিয়ো বার্তা দিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ‘ভাইজানকে’ কাছে না পেয়ে মনোবল ছিল খানিকটা দমে গিয়েছিল আইএসএফের (ISF) কর্মী সমর্থকদের। তবে ভোটের দিন মোটের উপর শান্তই ছিল ভাঙড়। যদিও আইএসএফ বিধায়ক নওশাদের সিদ্দিকীর (Nawshad Siddiqui) যুক্তি ছিল তিনি ভাঙড়ের লোক নন, তাই সেখানে যাননি। তবে অনেকেই বলতে থাকেন, সম্প্রতি যে অপবাদ তাঁর নামে লেগেছে তাতেই খানিকটা পিছু হটেছেন তিনি। কোনও রক্ষাকবচ ছাড়া ভাঙড়ে গেলে গ্রেফতারির আশঙ্কাও করছেন। তাই খানিক ‘লুকিয়েই’ থাকছিলেন। শেষ পর্যন্ত এল রক্ষাকবচ। 

স্বস্তি মিলল হাইকোর্টে। ধর্ষণ মামলায় আপাতত নওশাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। এদিন এই রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাফ জানানো হয়েছে বৌবাজার থানার মামলায় গ্রেফতার করা যাবে না নওশাদকে। এদিন এই নির্দেশ দিয়েছে বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৮ জুলাই। 

প্রসঙ্গত, ভোটের মুখে গত বুধবার নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের মামলা দায়ের করেন এক তরুণী। তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সঙ্গে যান নিউটাউন থানায়। সেখানেই প্রথমে দায়ের হয় ওই মামলা। তারপর তা যায় বৌবাজার থানায়। এই মামলাতেই আগাম জামিন চেয়ে কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। গত সোমবার ছিল শুনানির সম্ভাবনা। অবশেষে এদিন সেই শুনানি হয়।