School Reopening : কোন স্কুলের কী অবস্থা! কতদূর এগোল সাফ-সাফাই? বিকেলেই রিপোর্ট জমা বিকাশ ভবনে
Bikash Bhavan: কোন স্কুলের কী অবস্থা? কতটা পরিষ্কার করা হয়েছে স্কুলগুলি? মঙ্গলবার বিকেল ৪ টের মধ্যে রিপোর্ট তলব করেছে বিকাশ ভবন।
কলকাতা : বুধবার থেকে রাজ্যে খুলে যাচ্ছে ছোটদের স্কুল (Primary School Reopening)। সোমবার রাজ্য সরকারের তরফে জারি করা নয়া নির্দেশিকাতে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। সোমবারের নির্দেশিকার পর থেকেই জোরকদমে শুরু হয়েছে স্কুল খোলার প্রস্তুতি। এদিকে কোভিড কাঁটার বিদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি। ফলে রক্ষণাবেক্ষণের কাজ ঠিকভাবে হয়নি অনেক জায়গাতেই। তার উপর লাগাতার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে রাজ্য। সেই সময়েও একাধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য স্কুল খোলার আগে চূড়ান্ত তৎপর বিকাশ ভবন (Bikash Bhavan)। কোন স্কুলের কী অবস্থা? কতটা পরিষ্কার করা হয়েছে স্কুলগুলি? মঙ্গলবার বিকেল ৪ টের মধ্যে রিপোর্ট তলব করেছে বিকাশ ভবন।
কম্পোজিট গ্রান্টের টাকা ব্যবহারের নির্দেশ
সূত্রের খবর, স্কুলগুলির প্রাথমিক মেরামতির কাজের জন্য সরাসরি কম্পোজিট গ্রান্টের তহবিল থেকে প্রয়োজনীয় টাকা অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে স্কুলগুলি। উল্লেখ্য, যে সময় স্কুলগুলি বন্ধ ছিল, তখন রাজ্যের উপর দিয়ে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে সবথেকে বেশি ধাক্কা লেগেছে। সেই ঘূর্ণিঝড়গুলির পর এই প্রথমবার রাজ্যে প্রাথমিক স্কুলগুলি খুলতে চলেছে। এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুল খোলার আগে যুদ্ধকালীন তৎপরতা বিকাশ ভবনে। স্কুল পরিদর্শকরা গোটা বিষয়টির উপর নজর রাখছেন। বিশেষ করে কোন স্কুলে স্যানিটাইজেশনের কাজ কতদূর এগোল, কোন স্কুলে সাফ সুতরোর কাজ কতটা করা গেল, সেই সব খুঁটিনাটি বিষয়গুলির তথ্য বিকাশ ভবনকে জানাতে হচ্ছে তাঁদের। মঙ্গলবার বিকেল চারটের মধ্যে এই গোটা প্রক্রিয়ার চূড়ান্ত রিপোর্ট জমা করতে হবে বিকাশ ভবনে। বিকাশ ভবন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে স্কুলগুলির ক্ষয়ক্ষতি মেরামতির জন্য কম্পোজিট গ্রান্টের টাকা ব্যবহার করতে বলা হয়েছে।
চলছে যুদ্ধকালীন তৎপরতা
মূলত বুধবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি খোলার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে বিকাশ ভবন। সূত্রের খবর, দফায় দফায় ভিডিয়ো কনফারেন্সিং চলছে বিভিন্ন আধিকারিকদের মধ্যে। উল্লেখ্য, রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের স্বাভাবিক পড়াশোনার ছন্দে ফিরিয়ে আনার জন্য ক্লাসরুমের বিকল্প হিসেবে পাড়ায় শিক্ষালয় চালু করেছিল রাজ্য সরকার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ক্লাসরুমের বদলে কোনও খোলা জায়গায় ছোট ছোট পড়ুয়াদের পঠন পাঠন শুরু হয়েছিল। কিন্তু তাতে বেশ কিছু সমস্যার দিকও উঠে আসছিল। অভিভাবক অভিভাবিকাদেরও একটি বড় অংশ দাবি করছিল, পাড়ায় শিক্ষালয় নয় – যদি স্কুল চালু করতেই হয়, তবে ক্লাসরুমেই তা করা হোক।
অভিভাবক অভিভাবিকাদের এই দাবি উঠে আসার কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারের তরফে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছিল, রাজ্য ছোটদের স্কুলগুলি খোলার বিষয়ে চিন্তা ভাবনা করছে। এই সবের মধ্যেই আগামিকাল অর্থাৎ বুধবার থেকে ফের রাজ্যে খুলে যাচ্ছে ছোটদের স্কুল।
আরও পড়ুন : গ্রুপ সি নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টের! বেতন বন্ধ হল ৩৫০ জনের