AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর মেট্রোর, বাড়ছে পরিষেবা

Kolkata Metro: দিনের ব্যস্ত সময়ে (সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত) ১২ মিনিট অন্তর মেট্রো পাবেন হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা। দিনের অন্য সময়ে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট।

Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর মেট্রোর, বাড়ছে পরিষেবা
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Jan 22, 2025 | 11:20 PM
Share

কলকাতা: ট্রায়াল রান শেষ। ফের হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। আগামিকাল (বৃহস্পতিবার) থেকে আগের মতো ১৩০টি মেট্রো চলবে। দুটি পরিষেবার মধ্যে সময়ের ব্যবধানও কমবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড রুটে ১৩০টি মেট্রো চলাচল করত। সুড়ঙ্গের কাজের জন্য সেই সংখ্যা কমিয়ে করা হয় ১১৪। দুটি মেট্রোর সময়ের ব্যবধানও অনেকটা ছিল।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সুড়ঙ্গের কাজের জন্য হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি পরিষেবা চলছিল। প্রথম ট্রায়াল রান শেষে সেই সংখ্যা ফের বেড়ে হচ্ছে ১৩০। সকাল ৭টায় প্রথম মেট্রো ছাড়বে হাওড়া ময়দান ও এসপ্ল্যানড থেকে। এবং রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে।

দিনের ব্যস্ত সময়ে (সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত) ১২ মিনিট অন্তর মেট্রো পাবেন হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা। দিনের অন্য সময়ে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট।

রবিবারও এই লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। ৪৬টি জায়গায় এবার চলবে ৬২টি মেট্রো। রবিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত, সিগন্যাল ব্যবস্থা বদলানোর জন্য দেড়মাস বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো। একইরকমভাবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোও বন্ধ থাকবে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মেট্রো চলাচলা বন্ধ থাকবে এই দুটি রুটে। মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে দ্রুত সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরুর জন্য আপাতত দেড় মাস এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হবে।