
কলকাতা: আরজি কর মামলার তদন্ত নিয়ে শিয়ালদহ আদালতে রিপোর্ট জমা দিল সিবিআই। আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায় সোমবার সেই রিপোর্ট জমা পড়েছে। তিলোত্তমার বাবা-মায়ের দাবি উড়িয়ে সিবিআই জানিয়েছে পুরো তদন্তের ব্যাপারে তিলোত্তমার পরিবারতে অবগত করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে ওই মামলায় শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে।
এদিকে, এই মামলার অন্যতম অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড এখনই ফেরত দিচ্ছে না সিবিআই। তদন্তের ক্ষেত্রে ওই সিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তিলোত্তমার পরিবার আদালতে জানিয়েছিল, তদন্তের অগ্রগতির বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। সিবিআই জানিয়েছে, সব আপডেট দেওয়া হয়েছে পরিবারকে। তাঁদের আইনজীবীকেও সব জানানো হয়েছে বলে দাবি সিবিআই-এর। তারা জানিয়েছে, যদি তথ্য-প্রমাণ লোপাটের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার ভিত্তিতে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে।
তিলোত্তমার পরিবারকে শিয়ালদহ কোর্টের বিচারক বলেন, “ধৈর্য ধরুন সব জানতে পারবেন। নিজেদের ব্রাত্য বলে মনে করবেন না। প্রতিদিন আপডেট দেওয়া সম্ভব নয়।”