RG Kar doctor: অধ্যক্ষের ঘরের কাছে ডেকে নিয়ে যাওয়া হল, গুণ্ডারা এসে বলল… আরজি করের ‘নেক্সাস’ নিয়ে বিস্ফোরক চিকিৎসক
RG Kar doctor: আরজি করে যে বড় নেক্সাস কাজ করে একটু কথা উল্লেখ করলেও কারা তার সঙ্গে যুক্ত তা প্রকাশ্য মঞ্চ থেকে বলেন নিয়ে ওই চিকিৎসক। আর আরজি করের যে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য, তার জন্য বিশেষ পরিবেশকে দায়ী করেছেন ওই চিকিৎসক।
কলকাতা: আরজি করে নানারকমের চক্র চলত, চলত বড় বড় দুর্নীতি! এমন সব অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যেই। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেফতারও করা হয়েছে। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন আরজি করের এক চিকিৎসক। কনভেনশনের মঞ্চ থেকে তিনি যে বক্তব্য পেশ করেছেন, তা বিস্ফোরক। তাঁর দাবি নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হত। কে বা কারা চাপ দিত, সেই বিষয়টি স্পষ্ট না করলেও, ইঙ্গিত সেই সন্দীপ ঘোষের দিকেই।
কনভেনশনের মঞ্চ থেকে এমনই অভিযোগ জানিয়েছেন আরজিকরের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান চিকিৎসক সমীর রায়। আরজি করে যে বিভিন্ন ধরনের চক্র চলত, তা এই চিকিৎসকের কথায় একেবারে স্পষ্ট। তিনি বলছেন, “অর্ডারটা আসে প্রিন্সিপালের কাছ থেকেই। কিন্তু আমি নম্বর দিইনি। অধ্যক্ষের অফিসের কাছে একটি ঘরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গুণ্ডা পাঠানো হয়েছিল। গুণ্ডারা আমাকে বলে, আপনি কেন নম্বর দেননি? বদলি হওয়ার ইচ্ছে হয়েছে আপনার?”
আরজি করে যে বড় নেক্সাস কাজ করে একটু কথা উল্লেখ করলেও কারা তার সঙ্গে যুক্ত তা প্রকাশ্য মঞ্চ থেকে বলেন নিয়ে ওই চিকিৎসক। আর আরজি করের যে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য, তার জন্য বিশেষ পরিবেশকে দায়ী করেছেন ওই চিকিৎসক।
এই প্রসঙ্গে আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাত বলেন, পাশ ফেল করানো সহ নানা কর্মকাণ্ড চলত হাসপাতাল। এই সব নিয়ে স্বাস্থ্য ভবনের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা। ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতায় এনে সাসপেন্ড করা উচিত। গ্রেফতার করেছে বলে সাসপেন্ড করলেই চলবে না। উল্লেখ্য, সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর তাঁকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন।