RG Kar Protest: মমতার কন্ঠেও শোনা যাবে ‘উই ওয়ান্ট জাস্টিস’, প্রতিবাদের আবেগে মিশতে চায় তৃণমূল

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 15, 2024 | 7:03 PM

RG Kar Protest: আগামী ১৬ অগস্ট অর্থাৎ শুক্রবার বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে। সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মমতা। তিনি নিজে থাকবেন সেই মিছিলে। বিকেল ৪টের সময় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে সেই মিছিল।

RG Kar Protest: মমতার কন্ঠেও শোনা যাবে উই ওয়ান্ট জাস্টিস, প্রতিবাদের আবেগে মিশতে চায় তৃণমূল

Follow Us

কলকাতা: বুধবার ছিল রাত দখলের কর্মসূচি। কলকাতা থেকে শুরু করে প্রায় সব জেলায় কেউ মশাল, কেউ মোমবাতি হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন মহিলারা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে তাঁরা স্লোগান তোলেন। সবার মুখে শোনা যায়, ‘উই ওয়ান্ট জাস্টিস’, বিচার চাই। সাধারণ মানুষ তথা মহিলাদের সেই স্বতঃস্ফূর্ত মিছিলের পর এবার বিচার চেয়ে পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার বিকেলে মিছিলের ডাক দিয়েছেন তিনি।

তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূলের মিছিলেও স্লোগান উঠবে- ‘উই ওয়ান্ট জাস্টিস’। তিনি জানিয়েছেন, বিচারের দাবিতেই পথে নামছে তৃণমূল।

উল্লেখ্য, বুধবারই মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দেন, ফাঁসির দাবি জানিয়ে পথে নামবেন তিনি। তাঁর দাবি, আগামী রবিবারের মধ্যে সিবিআই-কে ফাঁসির ব্যবস্থা করতে হবে।

আগামী ১৬ অগস্ট অর্থাৎ শুক্রবার বেলা তিনটের সময় মৌলালি মোড়ে জমায়েত হবে। সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মমতা। তিনি নিজে থাকবেন সেই মিছিলে। বিকেল ৪টের সময় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে সেই মিছিল।

আরজি কর কাণ্ডে রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রবিবারের মধ্যে কিনারা না হলে পথে সিবিআই-কে তদন্তভার দেওয়া হবে। তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

Next Article