RG Kar: যেদিন ওদের সবার ফাঁসি হবে সেদিন মনের আশা পূরণ হবে: তিলোত্তমার বাবা

Sandip Ghosh: তিলোত্তমার বাবা বলেন, "আমার মেয়ে তো দুর্নীতির বলি হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পুরো বিভাগকেই আমরা এর জন্য প্রথম থেকে দায়ী করে আসছি। আজ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। আরও যাঁরা জড়িত আছেন তাঁরাও গ্রেফতার হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে, সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে।"

RG Kar: যেদিন ওদের সবার ফাঁসি হবে সেদিন মনের আশা পূরণ হবে: তিলোত্তমার বাবা
কী বললেন তিলোত্তমার বাবা? Image Credit source: Tv9 Bangla

Sep 02, 2024 | 9:54 PM

কলকাতা: তাঁদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন আম-জনতা থেকে হাজার হাজার জুনিয়র ডাক্তার। লালবাজার অভিযান করছেন তাঁরা। এরই মধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। সেই খবরও পেয়েছেন তিলোত্তমার মা-বাবা। কী বলছেন তাঁরা? একদম প্রথমে টিভি ৯ বাংলায় সেই প্রতিক্রিয়া জানালেন তাঁরা।

তিলোত্তমার বাবা বলেন, “আমার মেয়ে তো দুর্নীতির বলি হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পুরো বিভাগকেই আমরা এর জন্য প্রথম থেকে দায়ী করে আসছি। আজ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। আরও যাঁরা জড়িত আছেন তাঁরাও গ্রেফতার হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে, সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে।” অন্যদিকে, তিলোত্তমার মা জানিয়েছেন, “আমি তো একমাত্র মেয়েকে হারিয়েছি। তাঁকে পুরো ডাক্তার তৈরি করে তারপর হারিয়েছি। এর জন্য পুরো হাসপাতালকেই দায়ী করব। আর এর মাথা সন্দীপ ঘোষ। একটু হলেও এখন আশা পাচ্ছি আমি বিচার পাব।”

জুনিয়ার চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন তিলোত্তমার মা। তিনি সন্দীপের গ্রেফতারিতে ছাত্রদের নৈতিক জয় দেখছেন। বলেছেন, “আন্দোলন আরও জোরাল করা উচিত। আমরাও যাব। আমিও ৪ তারিখ আরজি কর যাব। ওদের পাশে দাঁড়াব।”