RG Kar News: ‘আগে ফোন করলে ধরত, এখন আর ধরে না’, বিচারের দিনই বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার মায়ের!
RG Kar News: মৃত চিকিৎসকের মা-বাবা এ দিন শুরুতেই বললেন, "হাইকোর্ট তো প্রথমে শুনেই সিবিআইকে দেয়। কিন্তু সত্যি বলতে আমরা সিবিআই চাইনি। আমরা চেয়েছি হাইকোর্টের সুপারভিশনে স্পেশাল অফিসার দিয়ে তদন্ত করাতে। হাইকোর্ট সিবিআই-কে ভাল মনে করে তদন্ত করতে দেয়।"
এর আগেও নির্যাতিতার বাবা-মা অভিযোগ করে বলেছিলেন, শিয়ালদহ কোর্টে যখন চার্জশিট জমা পড়েছে সে বিষয়টিও জানানো হয়নি তাঁদের। এরপর শনিবার তাঁরা ফের একই অভিযোগ করলেন। তিলোত্তমার বাবা বলেন, “…তদন্তের গতি প্রকৃতি জানায়নি আমাদের। খালি বলছে আগে বাড়ছে। কী আগে বাড়ছে আমরা দেখতে পাইনি।” এরপর তিলোত্তমার মা অভিযোগ করে বলেন, “আগে আমরা ফোন করলে সিবিআই ধরত, এখন তাও ধরে না। এই কারণে আমাদের বিশ্বাস উঠে গিয়েছে।
মৃত চিকিৎসকের মা-বাবা এ দিন শুরুতেই বললেন, “হাইকোর্ট তো প্রথমে শুনেই সিবিআইকে দেয়। কিন্তু সত্যি বলতে আমরা সিবিআই চাইনি। আমরা চেয়েছি হাইকোর্টের সুপারভিশনে স্পেশাল অফিসার দিয়ে তদন্ত করাতে। হাইকোর্ট সিবিআই-কে ভাল মনে করে তদন্ত করতে দেয়।” তাঁদের এও দাবি, সম্প্রতি সিএফএল-এর যে রিপোর্ট নিয়ে চর্চা হচ্ছে সেই রিপোর্ট নিয়েও সিবিআই তাঁদের জানায়নি। তিলোত্তমার মা বলেন, “সিবিআই এখনও ক্রাইম সিনই বুঝতে উঠতে পারল না। সিএফএসএল রিপোর্ট বলছে, সেমিনার হল ঘটনার অকুস্থল নয়। পুলিশ পাঁচদিনে যা করছে। সিবিআইও তাই করছে। অথচ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি-র বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না।”