
কলকাতা: দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা বেড়েই চলেছেই। পরিবারের লোকজন বিশ্বাসই করতে পারছেন না সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতম আর নেই। যে ছেলের আজ (মঙ্গলবার) দুর্গাপুর যাওয়ার কথা ছিল, একরাতের মধ্যেই এভাবে তার নিথর দেহ উদ্ধার হবে ভাবতেই পারছেন না।
পরিবার সূত্রে খবর, গতকাল রাতে বন্ধুদের সঙ্গেই ছিলেন সৃঞ্জয়। আর ছিলেন দুই অফিস কলিগ। তাঁদের মধ্যে একজন মহিলা। তিনি প্রীতমের বান্ধবী বলেই খবর। এদের মধ্যে একজন বাড়িতে ঢোকেন রাত এগারোটায়। আর এক অফিস কলিগ ঢোকেন রাত তিনটেয়। আজ সকালে ৮টায় দুর্গাপুর যাওয়ার কথা ছিল সৃঞ্জয়ের। এরপর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বিছানায় অস্বাভাবিক অবস্থায় দেখা যায় সৃঞ্জয়কে। তৎক্ষণাত পরিবারে খবর দেন অফিস কলিগরা। জানা যাচ্ছে, শারীরিক সমস্যা ছিল সৃঞ্জয়ের। নার্ভের সমস্যা ছিল। চলত ওষুধ চলত।
রিঙ্কুর পরিবারের এক সদস্যের দাবি, আজ সকালে দুর্গাপুর ঘুরতে যাওয়ার কথা ছিল রিঙ্কু মজুমদারের ছেলের। গতকাল রাতেও রিঙ্কু মজুমদারের মামার (দূর সম্পর্কের) সঙ্গে কথা হয়। রাত ১১টা নাগাদ শেষ বার ফোনে কথা হয়েছিল। আজ সকাল ৮টায় পরিবারের সঙ্গেই বেরোনোর কথা ছিল সৃঞ্জয়ের। পারিবারিক সূত্রের খবর, অফিস থেকে ২ দিনের জন্য আগাম ছুটিও নিয়ে রেখেছিলেন তিনি।