Road Accident: রোগ একই! দশমীর রাতে ফের চিংড়িহাটায় উল্টে গেল বেপরোয়া গতির গাড়ি

Road Accident: চিংড়িহাটার ওই রাস্তাই যেন মরণফাঁদ। নিয়মিত এই রাস্তা ধরার পরই অধিকাংশ গাড়ি বেপরোয়া হয়ে ওঠে। সেই গতিরই মাশুল গুনতে হচ্ছে চালকদের।

Road Accident: রোগ একই! দশমীর রাতে ফের চিংড়িহাটায় উল্টে গেল বেপরোয়া গতির গাড়ি
ইএম বাইপাসে ফের উল্টে গেল গাড়ি (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2021 | 7:15 AM

কলকাতা: দশমীর রাতে ইএম বাইপাসে গাড়ি উল্টে দুর্ঘটনা। জখম এক। তবে মৃত্যুর কোনও খবর নেই। রাত দেড়টা নাগাদ চিংড়িহাটা থেকে রুবিগামী অ্যাপ ক্যাব বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনার জেরে বাইপাসের একটি লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন এক মহিলা সহ তিন জন। চালক-সহ দুজনকে আটক করেছে পুলিশ।

চিংড়িহাটার ওই রাস্তাই যেন মরণফাঁদ। পঞ্চমীর রাতেই মারাত্মক দুর্ঘটনা ঘটে চিংড়িহাটা এলাকায়। এক যুবক ও এক তরুণী সাইন্সসিটির দিক থেকে বাইকে চেপে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন। রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। মেট্রোপলিটন লেনের কাছে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে ছিটকে পড়ে লোহার গার্ডরেলে সজোরে ধাক্কা মারেন যুবক। দুর্ঘটনায় শরীর থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উল্টোদিকের লেনে গিয়ে পড়েন বাইক চালক। বাইকের পেছনের সিটে থাকা তরুণী গুরুতর জখম অবস্থায় এখনও বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। যুবকের দেহ ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুণ্ড উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

গত কয়েকমাসে লাগাতার দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়। কারণ সেই বেপরোয়া গতি। গত মাসের শেষে গাড়ি উল্টে মারাত্মক জখম হন জখম ২। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ধাক্কা মেরে উল্টে যায় এক গাড়ি।গাড়িতে দুই তরুণী ও দুই যুবক ছিলেন। দুর্ঘটনায় আহত হন প্রত্যেকেই।

পুলিশ সূত্রে খবর, প্রাইভেট গাড়িটি নিকোপার্কের দিক থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। ওই রাস্তায় নবদিগন্ত পার্কের সামনে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।

তার কয়েকদিন আগেই নিকো পার্কের সামনে দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি গাড়ি। কারণ সেই ওভারটেক। একটি প্রাইভেট গাড়ি উল্টে আহত হন পাঁচজন। অভিযোগ, দু’টি গাড়ির রেষারেষি এবং ওভারটেকের লড়াইয়েই দুর্ঘটনা ঘটে। একটি অ্যাপ ক্যাবের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির রেষারেষির ফলেই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা যায়। গুরুতর আহত অবস্থান পাঁচজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।

কলকাতা পুলিশের আওতায় থাকা চিংড়িঘাটা মোড় পর্যন্ত ইএমবাইপাসে একাধিক স্পিড লিমিটার রয়েছে। তাই চাইলেও কেউ গতির খেলায় মাততে পারে না। কিন্তু চিংড়িঘাটা উড়ালপুল থেকে নেমে সেক্টর ফাইভ বা নিউটাউন যাওয়ার রাস্তায় এই স্পিড লিমিটার অমিল। এই রাস্তাটি আবার বিধাননগর কমিশনারেটের অধীনে। এখানে প্রায় চার কিলোমিটার রাস্তায় স্পিড লিমিটার নেই বলেই অভিযোগ।

এর ফলেই নিয়মিত এই রাস্তা ধরার পরই অধিকাংশ গাড়ি বেপরোয়া হয়ে ওঠে। সেই গতিরই মাশুল গুনতে হচ্ছে চালকদের।

আরও পড়ুন: Weather Update: ফের ভারী বৃষ্টির সতর্কতা, আগামী দু’দিনে প্রবল ঝড়-জলের কবলে পড়তে চলেছে এই জেলাগুলি