Kolkata Police: পুলিশের চোখের সামনেই ছিনতাইয়ের চেষ্টা, তুমুল শোরগোল পার্ক সার্কাস ক্রসিংয়ে

Kolkata Police: চারদিক থেকে ঘিরে ফেলা হয় ওই চোরকে। শেষে সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায়ের হাতে হাতেনাতে ধরা পড়ে যান ওই ব্যক্তি। ইতিমধ্যেই তাঁকে বেনিয়াপুকুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। অফিস টাইমে এ ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়।

Kolkata Police: পুলিশের চোখের সামনেই ছিনতাইয়ের চেষ্টা, তুমুল শোরগোল পার্ক সার্কাস ক্রসিংয়ে
তুমুল শোরগোল পার্ক সার্কাসে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 4:30 PM

কলকাতা: রোজকার মতো বুধবারও পার্ক সার্কাস ক্রসিংয়ে ছিল তুমুল ভিড়। টাইমে অফিসে পৌঁছাতে তখন সকলের মধ্যেই ব্যস্ততা তুঙ্গে। ওই সময়ই পার্ক সার্কস ক্রসিংয়ে আসেন বসুন্ধরা ঝাঁঝো নামে এক মহিলা। নিজেই চালাচ্ছিলেন গাড়ি। মা উড়ালপুল থেকে পার্ক সার্কাস সিগন্যালে এসে থিয়েটার রোডের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। চালকের সিটে ছিলেন তিনি। পাশের সিটে রাখা ছিল তাঁর ব্যাগ। অভিযোগ, সিগন্যালে গাড়ি দাঁড়াতেই আচমকা এক ব্যক্তি গাড়ির কাছে এগিয়ে আসেন। কাচ খোলা পেতেই ভিতিরে হাত ঢুকিয়ে নিয়ে নেন ব্যাগ। সঙ্গে সঙ্গে রাস্তা পেরিয়ে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করেন।

এদিকে ততক্ষণে গাড়ির মধ্য থেকে চিৎকার শুরু করে দিয়েছেন ওই মহিলা। এদিকে সেই সময় ওই এলাকায় ডিউটিতে ছিলেন সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায়। দ্রুত তিনি খবর পৌঁছে দেন দুই কনস্টেবল স্বাধীন চন্দ্র ও আনারুল ইসলামের কাছে। তাঁরা ওই চোরকে ধরতে তৎপর হয়ে ওঠেন। তাঁরাও খবর পৌঁছে দেন ডিউটিতে থাকা সিভিক ইকবাল আহমেদ ও বাবু মণ্ডলের কাছে। 

চারদিক থেকে ঘিরে ফেলা হয় ওই চোরকে। শেষে সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায়ের হাতে হাতেনাতে ধরা পড়ে যান ওই ব্যক্তি। ইতিমধ্যেই তাঁকে বেনিয়াপুকুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। অফিস টাইমে এ ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়। ইতিমধ্য়েই ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়েছে মহিলাকে। সূত্রের খবর, ব্যাগে দশ হাজার টাকা ও মোবাইল-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল বলে খবর।