Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS on High Court: মোহন ভগবতের সভাতে ‘বাধা’, আরএসএসের উপরমহল ছুটল হাইকোর্টে

RSS on High Court: টানা ১১ দিনের কর্মসূচিতে বাংলায় এসেছেন মোহন ভগবত। কলকাতায় পা রেখেই নিউটাউনের অতিথিশালায় বেশ কয়েক দফা বৈঠকও করেছিলেন তিনি। আরএসএসের দক্ষিণবঙ্গের নেতা-কর্মীদের সঙ্গেই মূলত আলোচনা হয়।

RSS on High Court: মোহন ভগবতের সভাতে ‘বাধা’, আরএসএসের উপরমহল ছুটল হাইকোর্টে
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 6:48 PM

কলকাতা: বাংলায় পা রেখেছেন আরএসএস প্রধান মোহন ভগবত। ৬ তারিখ সন্ধ্যাতেই কলকাতা বিমানবন্দরে নামার পর থেকেই যোগ দিচ্ছেন টানা কর্মসূচিতে। যাওয়ার কথা রয়েছে বর্ধমানেও। বর্ধমানের সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অনুষ্ঠান রয়েছে। রবিবার সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকছেন মোহন ভগবত। সেই অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরেই এখন তুমুল শোরগোল রাজনৈতিক মহলে। জল গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। 

উদ্যোক্তারা বলছেন, অনুষ্ঠানে সাউন্ড বক্স ব্যবহারের অনুমতি দিচ্ছেন না এসডিও। কিন্তু কেন, যে জায়গায় সভার আয়োজন করা হয়েছে সেখানেই আবার আবার রয়েছে একটি স্কুল। মাধ্যমিক পরীক্ষা চলার কারণেই সাউন্ড বক্স ব্যবহারে নিষেধাজ্ঞা বলে জানা যাচ্ছে। কিন্তু, সাউন্ড বক্স ব্যবহার করতে চাইছেন উদ্যোক্তারা। সে কারণেই অনুমতি চেয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করার অনুমতি চাইলেন আবেদনকারীর আইনজীবী। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, টানা ১১ দিনের কর্মসূচিতে বাংলায় এসেছেন মোহন ভগবত। কলকাতায় পা রেখেই নিউটাউনের অতিথিশালায় বেশ কয়েক দফা বৈঠকও করেছিলেন তিনি। আরএসএসের দক্ষিণবঙ্গের নেতা-কর্মীদের সঙ্গেই মূলত আলোচনা হয়। ৯ ও ১০ তারিখ কেশব ভবনের সভাতেও যোগ দেন। তার আগে বর্ধমানের অনুষ্ঠানে জট তৈরি হতেই বেড়েছে চাপানউতোর।