
‘হার্ট অ্যাটাকে মৃত্যু হলেও বলা হচ্ছে এসআইআর, লিভারের রোগে মৃত্যু হলেও বলা হচ্ছে এসআইআর। তৃণমূল মৃত্যু নিয়ে রাজনীতি করছে।’ বলছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। শুধু রাহুল সিনহা নন, একই অভিযোগ বিজেপির প্রথমসারির এক ঝাঁক নেতার। কিন্তু তৃণমূলেরও অভিযোগের অন্ত নেই। জলপাইগুড়ি থেকে বীরভূম, পূর্ব মেদিনীপুর থেকে হুগলি। এসআইআরের মূল পর্ব শুরু হতেই একাধিক জেলা থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। জুড়ে গিয়েছে এসআইআর প্রসঙ্গ। সুর চড়িয়েছে তৃণমূল। কিন্তু সব মৃত্যুই কী সত্যি সত্য়িই এসআইআর আতঙ্কে? তরজায় বিজেপি-তৃণমূল কিছুদিন আগেই হুগলি জেলার ডানকুনি পৌরসভার ১৩নং ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগমের মৃত্যু হয়। আচমকা শারীরিক অসুস্থতা! ঝরাস্তায় হঠাৎ করেই মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। সবাই ধরে-বেঁধে বাড়ি নিয়ে যায়। তারপর সোজা হাসপাতালে নিয়ে গেলেও আর শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। সূত্রের খবর, দিন তিনেক...