Mimi-Saayoni: যাদবপুরের প্রার্থী হতেই মিমির ফোন সায়নীকে, কী বার্তা দিলেন?

Satyajit Mondal | Edited By: সায়নী জোয়ারদার

Mar 10, 2024 | 11:37 PM

Loksabha Election 2024: দেওয়াল লিখন করার পাশাপাশি এদিন জনসংযোগও করেন। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পুরসভার একাধিক কাউন্সিলর। দলীয় কর্মী-সমর্থকরাও হাজির ছিলেন। সায়নী বলেন, ৩০ বছর আগে যুবনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর জিতিয়েছিল। তিনিও আশাবাদী। তাঁর সঙ্গে যাদবপুর থাকবে। জানান, তিনিও নিরাশ করবেন না। 

Mimi-Saayoni: যাদবপুরের প্রার্থী হতেই মিমির ফোন সায়নীকে, কী বার্তা দিলেন?
সায়নী ঘোষ ও মিমি চক্রবর্তী।
Image Credit source: Facebook

Follow Us

যাদবপুর: প্রার্থী তালিকা ঘোষণা হতেই রং তুলি নিয়ে ময়দানে নেমে পড়লেন সায়নী ঘোষ। যাদবপুরে এবার তৃণমূলের প্রার্থী তৃণমূলে যুবসভানেত্রী সায়নী। রবিবার ব্রিগেড থেকে তাঁর নাম ঘোষণার পরই এদিন রাতে সোনারপুর উত্তর বিধানসভার কামালগাজি এলাকায় যান তিনি। এই কেন্দ্রে ২০১৯ সালে জয়ী হন মিমি চক্রবর্তী। এবার আর তাঁকে প্রার্থী করেনি দল। সায়নীও তারকামুখ। মিমির বদলে এবার তিনি যাদবপুরে। সায়নী জানান, প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর মিমি তাঁকে ফোন করেছিলেন। কী কথা হল? সায়নী বলেন, “মিমি উইশ করেছে আমাকে। শি উইশ মি অল দ্য বেস্ট।”

দেওয়াল লিখন করার পাশাপাশি এদিন জনসংযোগও করেন। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পুরসভার একাধিক কাউন্সিলর। দলীয় কর্মী-সমর্থকরাও হাজির ছিলেন। সায়নী বলেন, ৩০ বছর আগে যুবনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর জিতিয়েছিল। তিনিও আশাবাদী। তাঁর সঙ্গে যাদবপুর থাকবে। জানান, তিনিও নিরাশ করবেন না।

টিভিনাইন বাংলাকে এদিন সায়নী ঘোষ বলেন, ভোটের ময়দানে বাম-বিজেপি সকলেই থাকুক। লড়াই যদি না হয়, তাহলে খেলার মজাটাই থাকে না। তিনি বলেন, “লড়াই করে কীভাবে জিততে হয় তা তৃণমূলের জানা আছে।”

 

Next Article