AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabyasachi Dutta: বালুর ঘরে ED, মিষ্টি হাতে দরজায় কড়া নাড়ছেন সব্যসাচী!

Sabyasachi Dutta: যদিও এদিন তাঁরা মন্ত্রীর বাড়িতে ঢুকতে বাধা পান। কারণ মন্ত্রীর বাড়ির ভিতর তখন তল্লাশি চালাচ্ছিলেন ইডি আধিকারিকরা আর বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

Sabyasachi Dutta: বালুর ঘরে ED, মিষ্টি হাতে দরজায় কড়া নাড়ছেন সব্যসাচী!
জ্যোতিপ্রিয়র বাড়িতে সব্যসাচী দত্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 4:24 PM
Share

কলকাতা: রেশন দুর্নীতি তদন্তে একেবারে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে ইডি। পুজো মিটতেই বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি-সহ এক যোগে ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সাতসকালে মন্ত্রীর ঘুম ভাঙে ইডি আধিকারিকদের মুখোমুখি হয়ে। সকাল আটটা নাগাদ জ্যোতিপ্রিয়র বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। টানা পাঁচ ঘণ্টা ধরে চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার এই খবরেই সরগরম বাংলা। তার মধ্যেই ‘কিছু না জেনে’ মিষ্টি হাতে বিজয়ার শুভেচ্ছা জানাতে জ্যোতিপ্রিয় বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল নেতা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। হাতে মিষ্টির প্যাকেট, মুখে অম্লান হাসি। তাঁর সঙ্গে ছিলেন , ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিংহ রায় এবং ৩৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন পোদ্দার।

যদিও এদিন তাঁরা মন্ত্রীর বাড়িতে ঢুকতে বাধা পান। কারণ মন্ত্রীর বাড়ির ভিতর তখন তল্লাশি চালাচ্ছিলেন ইডি আধিকারিকরা আর বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সব্যসাচীদের ঢুকতে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় সব্যসাচীকে। ঢুকতে বাধা পেয়ে বাইরে থেকেই ফিরতে হয় তাঁকে। সব্যসাচীর বক্তব্য, তিনি নাকি জানতেনই না তল্লাশি চলছে। না জেনেই বিজয়ার শুভেচ্ছা জানাতে চলে এসেছেন।

ঢুকতে বাধা পেয়ে ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিংহ রায় বলেন, “আমাদের কাগজ দেখানো হোক। আমরা যে ঢুকতে পারব না, সেটার কাগজ দেখানো হোক। আমরা বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছি।” সব্যসাচী দত্ত বলেন, “বিজয়া করতে এসেছি। কালকে দিদির বাড়িতে গিয়েছিলাম, আজকে বালুদার বাড়িতে এসেছি। ওঁরা যদি মনে করেন, ঢুকতে দেবেন না, চেষ্টা করব, না দিলে যাব না। আইন আইনের মতো চলব। আমি কিছুই জানি না। কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে।”

সকাল থেকে যখন সমস্ত সংবাদমাধ্যমে এই খবরই দেখানো হচ্ছে, তখন জনপ্রতিনিধি, দলের নেতা নিজেই জানেন না, ইডি ‘বালু দা’র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক মহল প্রশ্ন তুলছেই, এটা কি নিতান্তই কাকতালীয়? নাকি এর পিছনে কোনও ‘মিষ্টি অভিঘাত’ও রয়েছে? জ্যোতিপ্রিয়র বাড়িতে সব্যসাচীর আকস্মিক আগমন রেশন দুর্নীতিতে ইডি- তল্লাশির খবরের চর্চায় যেন ঘৃতাহুতির কাজ করেছে।