SSC Protest: ‘আর আধঘণ্টা দেখব, নয়ত SSC ভবনের ভিতরে ঢুকে টয়লেট ব্যবহার করব’
Teachers Protest: দাবি একটাই, SSC-কে যোগ্য-অযোগ্যের তালিকা দিতে হবে। প্রতিবাদীদের দাবি, পুলিশ আজ নিশ্চুপ। বায়ো টয়লেটেরও ব্যবস্থা করে দিচ্ছে না। খাবারের দোকান বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় তাঁদের হুঁশিয়ারি, "এবার SSC ভবনের ভিতরে ঢুকে টয়লেট ব্যবহার করব।"

কলকাতা: একে গরম। তারপর খাবার নেই। জল শেষ। এমনকী শৌচালয়ে পর্যন্ত তালা পড়ে গিয়েছে। সেই সব প্রতিকূলতাকে সঙ্গী করেই রাতভর আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষিকারা। দাবি একটাই, SSC-কে যোগ্য-অযোগ্যের তালিকা দিতে হবে। প্রতিবাদীদের দাবি, পুলিশ আজ নিশ্চুপ। বায়ো টয়লেটেরও ব্যবস্থা করে দিচ্ছে না। খাবারের দোকান বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় তাঁদের হুঁশিয়ারি, “এবার SSC ভবনের ভিতরে ঢুকে টয়লেট ব্যবহার করব।”
শিক্ষক চিন্ময় মণ্ডলের হুঁশিয়ারি, চাকরিহারা মহিলা শিক্ষিকারা শৌচালয় ব্যবহার না করতে পেরে অসুবিধায় পড়েছেন। আর কিছুক্ষণ দেখবেন। নয়ত, পুলিশি বাধা উপেক্ষা করেই ভিতরে ঢুকবেন।
শিক্ষিকা বলেন, “শৌচালয় ব্যবহার করে দিতে বাধ্য ওরা। সেটা দিচ্ছে না। পুলিশ আজ কোনও কথা বলছে না। আমাদের মান-সম্মান চলে গেল। কী ভাবছে কুকুর ছাগল? পুলিশদের জন্যও টয়লেট খুলুক।” শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “আমরা আর আধ ঘণ্টা দেখব। যদি শৌচালয় আর জলের ব্যবস্থা না করা হয় এসএসসি ভবনে ভিতরে ঢুকব। সেখানকার জল আর শৌচালয় ব্যবহার করব। পুলিশ আটকাতে পারলে আটকে দেখাক। ওরা তো এসি ঘরে বসেই আছেন।”

