Sadhan Pande Demise: দুই বাসভবন ঘুরে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়, আজ প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের শেষকৃত্য

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 21, 2022 | 10:10 AM

Sadhan Pande Demise: দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে।

Sadhan Pande Demise: দুই বাসভবন ঘুরে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়, আজ প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের শেষকৃত্য
প্রয়াত সাধন পান্ডে

Follow Us

কলকাতা: রাতের বিমানে কলকাতা নিয়ে আসা হয় রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডেরং নিথর দেহ। মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয় রাত ১১.৪৫ মিনিটে। তপসিয়ার পিস ওয়ার্ল্ডে শায়িত রাখা হয় মন্ত্রীর দেহ। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে। সেখানে আত্মীয় স্বজন ও অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর তাঁর দেহ  নিয়ে যাওয়া হবে গোয়াবাগানের বাসভবনে। দুপুর ১২ টায় দেহ বিধানসভা ভবনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর শেষকৃত্যের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে নিমতলা ঘাট শ্মশানে নিয়ে যাওয়া হবে।

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। দ্বিতীয় ঢেউয়ের সময়ে তিনি করোনা আক্রান্ত হয়। তখনও তাঁর শারীরিক অবস্থায় বেশ অবনতি হয়েছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকদের টিম তাঁর ওপর সর্বক্ষণের নজর রেখেছিল। সেবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে তাঁকে সেভাবে আর দেখা যায়নি। নির্বাচনের সময়ে তিনি প্রচারে বেরনোর চেষ্টা করেছিলেন। কিন্তু শারীর তাঁকে সে অনুমতি দেয়নি।

গত বছরের শেষের দিকেই মানিকতলার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেসময় তাঁর শ্বাসকষ্টের সমস্যা প্রবল হয়েছিল। ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছিল তাঁকে। এরপরই তাঁকে মুম্বইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।

সোমবার রাজ্যের সমস্ত সরকারি দফতর ও স্কুলগুলিকে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত রাখা হবে দলীয় পতাকা। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে সাধন পাণ্ডের শেষকৃত্যে মুখ্যমন্ত্রী অংশ নেবেন কিনা, সে বিষয়টি স্পষ্ট নয়। উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শেষকৃত্যতেও অংশ নিতে পারেননি মমতা। তিনি এতটাই ব্যথিত ছিলেন যে, গোটা শেষকৃত্য পর্ব থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি। এক্ষেত্রেও তেমনটা হবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আবেগঘন টুইট করেছেন। তিনি লিখেছেন, “সাধন পাণ্ডে ছিলেন আমাদের সিনিয়র সহকর্মী। দীর্ঘদিনের সম্পর্ক। মুম্বইয়ের এক হাসপাতালে তাঁর প্রয়াণ ঘটেছে। আমি গভীরভাবে শোকাহত। তাঁর বন্ধু-আত্মীয়-পরিজন ও পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।”

আরও পড়ুন: Sadhan Pande: মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার অর্ধ দিবস ছুটি রাজ্যে

 

আরও পড়ুন: Bomb Recovered: আশেপাশের এলাকায় ভোট! তার আগেই নিউটাউনে উদ্ধার তাজা বোমা

 

Next Article