Bomb Recovered: আশেপাশের এলাকায় ভোট! তার আগেই নিউটাউনে উদ্ধার তাজা বোমা
Kolkata: ওই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা নিয়ে যথেষ্টই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা ওই এলাকায় বোমা ফেলে রেখে গিয়েছে, তা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।
কলকাতা : পরিত্যক্ত বাগান থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার (Bomb Recovered)। পাওয়া গিয়েছে ধারালো অস্ত্রও। ঘটনাটি ঘটেছে, নিউটাউন যাত্রাগাছি পূর্বপাড়া এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং নিউটাউন থানার পুলিশ। স্থানীয় সূত্র মারফত খবর, নিউটাউন যাত্রাগাছি পূর্বপাড়া এলাকায় শিবু বিশ্বাসের বাড়ির পিছনের বাগানে গাছ কাটার কাজ চলছিল। সেই সময়েই তাঁরা প্রথম এলাকায় ওই বোমাগুলি পড়ে থাকতে দেখেন। পরিত্যক্ত অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাঁচটি তাজা বোমা ও ধারালো অস্ত্র। খবর যায় নিউটাউন থানার পুলিশের কাছে। তড়িঘড়ি দুর্ঘটনা স্থলে আসেন বম্ব স্কোয়াডের আধিকারিকরা এবং তাঁরাই ওই এলাকা থেকে বোমাগুলি উদ্ধার করেন। তবে ওই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা নিয়ে যথেষ্টই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা ওই এলাকায় বোমা ফেলে রেখে গিয়েছে, তা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।
উল্লেখ্য, নিউটাউনের পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৭ ফেব্রুয়ারি পুর নির্বাচন রয়েছে। সেই ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে এই বোমা মজুত রাখা হয়েছিল কিনা, সেই তত্ত্বটিও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্ত ঘটনার তদন্ত করছে নিউটাউন থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানান,” শিবু বিশ্বাসের বাড়ির পিছন দিকে বাগান বিগত বেশ কিছুদিন ধরেই পরিষ্কার করার কাজ চলছিল। আজ সকালে দা দিয়ে জঙ্গল পরিষ্কার করার সময় হঠাৎ তাদের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদ করছে। অন্তত চার – পাঁচটা বোমা পাওয়া গিয়েছে।”
স্থানীয় ওই বাসিন্দা আরও জানিয়েছেন, ওই বাগানটি মূলত ফাঁকাই থাকে। বাগানের পিছন দিক থেকে লোক ভিতরে ঢোকে। সন্ধ্যাবেলার দিকে এই ফাঁকা মাঠে এসে অনেকেই বসে থাকে। তবে কারা এই কাণ্ড ঘটিয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু অনুমান করতে পারছেন না এলাকাবাসীরা। তাহলে কি ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর জন্যই মজুত করা হচ্ছিল এই বোমাগুলি? স্থানীয়রা অবশ্য বলছেন, যাত্রাগাছিতে অতীতে এমন সন্ত্রাসের ঘটনা আগে ঘটেনি। প্রথমবার এমন ঘটনায় রীতিমতো অবাক স্থানীয়রা। বেশ আতঙ্কও দানা বেধেঁছে তাঁদের মনে।
আরও পড়ুন : AMTA Student Death: কে আনিস খান? এই মুসলিম ছাত্রের মৃত্যুকে কেন ‘রাজনৈতিক খুন’ বলা হচ্ছে?