ঘরে ঘুরছিল একটা কালো ছায়া, বাড়ির বউ চিৎকার করার আগেই চেপে ধরে চুমু খেয়ে পালাল ‘সে’!

Crime: ওই দিন বাড়িতে একাই ছিলেন মহিলা। এই খবর পেয়েই ঘরে ঢুকেছিল চোর। খুটখাট আওয়াজ শুনেই ওই মহিলার ঘুম ভাঙে। তিনি দেখেন, ঘরে একটা কালো অবয়ব ঘোরাফেরা করছে। চিৎকার করার আগেই সেই ছায়া এসে ওই মহিলার মুখ বেঁধে দেয় কাপড় দিয়ে।

ঘরে ঘুরছিল একটা কালো ছায়া, বাড়ির বউ চিৎকার করার আগেই চেপে ধরে চুমু খেয়ে পালাল 'সে'!
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 8:12 AM

মুম্বই: রাতে চুপিচুপি ঘরে ঢুকেছিল চুরি করতে। খাট, আলমারি, ড্রয়ার তোলপাড় করেও চুরি করার মতো কিছু পেল না। শেষে কি না খালি হাতে ফিরতে হবে? নাহ, তা তো হয় না। সুযোগ পেয়ে গৃহকর্ত্রীকেই চুমু খেয়ে পালাল চোর। গোটা ঘটনায় হকচকিয়ে যান মহিলা। তিনি কী করবেন, বুঝে উঠতে পারেননি। পরে ধাতস্থ হতেই খবর দেন পুলিশে।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাদে। গত ৩ জানুয়ারি ঘটনাটি ঘটে। ওই দিন বাড়িতে একাই ছিলেন মহিলা। এই খবর পেয়েই ঘরে ঢুকেছিল চোর। খুটখাট আওয়াজ শুনেই ওই মহিলার ঘুম ভাঙে। তিনি দেখেন, ঘরে একটা কালো অবয়ব ঘোরাফেরা করছে। চিৎকার করার আগেই সেই ছায়া এসে ওই মহিলার মুখ বেঁধে দেয় কাপড় দিয়ে। এরপর চলে তোলপাড়।

টাকাপয়সা, সোনা ও এটিএম কার্ড চায় চোর, কিন্তু ওই মহিলা জানান, তার কাছে কিছুই নেই। এরপরই হঠাৎ চোর এসে তাঁকে জোর করে চুমু খায় এবং পালিয়ে যায়। গোটা ঘটনায় হকচকিয়ে যান তিনি। কী করবেন, বুঝে উঠতে পারেননি। পরেরদিন সকাল হতেই ছোটেন পুলিশের কাছে। খুলে বলেন গোটা ঘটনা।

পুলিশ তদন্তে নামতেই আরও চাঞ্চল্য়কর বিষয় সামনে আসে। জানা যায়, রাতের অন্ধকারে ঘরে ঢোকা ওই চোর আর কেউ নয়, তারই প্রতিবেশী এক যুবক। বেকার ওই যুবক চুরির উদ্দেশেই ঘরে ঢুকেছিল নাকি অন্য মতলব ছিল তাঁর, তা খতিয়ে দেখছে পুলিশ।