Hanuman Jayanti: হাতিয়ার যখন ‘হ্যাশট্যাগ’! রাম নবমীর রেশ ধরে হনুমান জয়ন্তী সফল করতে মরিয়া পদ্ম ব্রিগেড

Hanuman Jayanti: রামনবমীর ‘সাফল্যকে’ সঙ্গী করেই হনুমান জয়ন্তীতেও লাভ পেতে চান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। শুভেন্দু অধিকারী শহর কলকাতা আর হাওড়ায় হনুমান জয়ন্তীর উপলক্ষে হওয়া দু’টি কর্মসূচিতে অংশ নেবেন বলে ইতিমধ্য়েই জানা গিয়েছে।

Hanuman Jayanti: হাতিয়ার যখন ‘হ্যাশট্যাগ’! রাম নবমীর রেশ ধরে হনুমান জয়ন্তী সফল করতে মরিয়া পদ্ম ব্রিগেড
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 11, 2025 | 5:13 PM

কলকাতা: বাজারে এসে গেল নতুন হ্যাশট্যাগ! #BengalWithSaffron – হনুমান জয়ন্তী পালনের আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এই হ্যাশট্যাগের কথাই বলছেন সুকান্ত। লিখলেন, “তোষণের রাজত্বে হিন্দুদের পবিত্র গৈরিক ধ্বজের অবমাননার প্রতিবাদস্বরূপ আপনার যোগদান নিশ্চিত করুন। এবং সামাজিক মাধ্যমে সেই ছবি প্রচারিত করুন নিচের হ্যাশ ট্যাগটি ব্যবহার করে।” যা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের দাবি, রাম নবমীর পরে এবার হনুমান জয়ন্তী সফল করতেও বদ্ধপরিকর পদ্ম শিবির। কোনও ফাঁকই রাখতে চাইছেন না গেরুয়া নেতারা। 

বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে হিন্দের ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে সমাবেশে যোগ দিতে যাওয়া কর্মী সমর্থকরা এক বাস চালককে গেরুয়া ধ্ব্জ খুলতে বাধ্য করছেন। সেই ছবি  মেরুকরণের রাজনীতির ক্ষেত্রে বিজেপিকে আরও কিছুটা সুবিধা পাইয়ে দিল বলেই মত রাজনীতির কারবারিদের অনেকের। এবার হনুমান জয়ন্তীতে বাড়িতে বাড়িতে এবং যানবাহনে রাম নাম সম্বলিত গৈরিক পতাকা লাগানোর আহ্বান জানিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি। তবে শুধু পতাকা লাগানো নয় ব্যর্থ গৈরিক ধ্বজের অবমাননার প্রতিবাদস্বরূপ  সামাজিক মাধ্যমে সেই ছবি প্রচারিত করার জন্য হ্যাশট্যাগ (#BengalWithSaffron) ব্যবহারের আবেদন তাঁর।

প্রসঙ্গত, রামনবমীর বিভিন্ন কর্মসূচিতেই উপচে পড়া ভিড় দেখেছে বঙ্গবাসী। ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে কি না সময় বলবে। ভিড় দেখে হাসি চওড়া হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের। তা গোপনও করছেন না তাঁরা। রাজনীতি আর রাম নবমী আলাদা বলছেন বটে! কিন্তু রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে এগুলি ইঙ্গিতবাহী তা মনে করেন বঙ্গ বিজেপি সভাপতি।

রামনবমীর ‘সাফল্যকে’ সঙ্গী করেই হনুমান জয়ন্তীতেও লাভ পেতে চান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। শুভেন্দু অধিকারী শহর কলকাতা আর হাওড়ায় হনুমান জয়ন্তীর উপলক্ষে হওয়া দু’টি কর্মসূচিতে অংশ নেবেন বলে ইতিমধ্য়েই জানা গিয়েছে। সুকান্ত মজুমদার নিজের বাড়িতে গেরুয়া ধ্বজ লাগাবেন বলে খবর। সেই সঙ্গে ধ্বজ বিতরণের কর্মসূচিতে অংশ নিতেও দেখা যেতে পারে বঙ্গ বিজেপি সভাপতিকে।