Saif Ali Khan: ‘শাহরুখেরও প্রাণসংশয় আছে’, সইফ তো লিস্টে ছিল না, বললেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 16, 2025 | 3:39 PM

Saif Ali Khan: বুধবার রাতে সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। আক্রান্ত অবস্থায় সইফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Saif Ali Khan: শাহরুখেরও প্রাণসংশয় আছে, সইফ তো লিস্টে ছিল না, বললেন মমতা

Follow Us

কলকাতা: মুম্বইতে নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সইফ আলি খান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায়ে সে কথা জানিয়েছেন আগেই। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বললেন, প্রাণের ঝুঁকি আছে অভিনেতা শাহরুৎ খানেরও। এই প্রসঙ্গে মমতা দাবি করেন, বাংলার আইন শৃঙ্খলা সবথেকে ভাল।

মমতা বলেন, সব রাজ্যেরই আলাদা আলাদা সমস্যা আছে। আমি বলব, যাতে কড়া পদক্ষেপ করা হয়। তিনি উল্লেখ করেন, সইফ আলি খানের মা তথা অভিনেত্রী শর্মিলা ঠাকুরকেও তিনি সম্মান করেন। গোটা পরিবার যাতে নিরাপদে থাকে, তা নিশ্চিত করা হোক বলে দাবি করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, “শাহরুখ খানেরও প্রাণের ঝুঁকি আছে। সলমন খানেরও আছে। সইফ আলি খান তো লিস্টে ছিল না। হঠাৎ হামলা হয়ে গিয়েছে।”

টুইটে মমতা লিখেছেন, সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্তের কড়া শাস্তি হোক। শর্মিলা ঠাকুর, করিনা কাপুর ও পুরো পরিবার যাতে সুস্থ থাকে, সেই কামনা করেছেন তিনি।

 

Next Article