Sajal Ghosh: ‘সরকারি চাপ রয়েছে…’, তিলোত্তমার মা ভর্তি থাকা হাসপাতালে গিয়ে বড় অভিযোগ সজলের

Sajal Ghosh: অবশ্য এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে। আর এই অভিযোগের ক্ষণিক পড়ে তড়িঘড়ি মাঝ অভিযান থেকেই তিলোত্তমার মা-কে হাসপাতালে পাঠাতে হয়েছে।

Sajal Ghosh: সরকারি চাপ রয়েছে..., তিলোত্তমার মা ভর্তি থাকা হাসপাতালে গিয়ে বড় অভিযোগ সজলের
বিজেপি কাউন্সিলর সজল ঘোষImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Aug 09, 2025 | 11:36 PM

কলকাতা: আপাতত শহরেরই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন তিলোত্তমার মা। শনিবার পাওয়া শেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। একটি সিটি স্ক্যান করানো হয়েছিল, সেই রিপোর্টও স্বাভাবিক এসেছে। তবে হেমাটোমা অর্থাৎ কপালে ফোলা ভাব রয়েছে।

এদিন নবান্ন অভিযানে নেমে অসুস্থ হয়ে পড়েন তিলোত্তমার মা। পুলিশের বিরুদ্ধে ‘মাথায় লাঠি’ মারার অভিযোগ তোলেন তিনি। অভিযোগ করেন, তাঁকে ফেলে দেওয়ারও। তাঁর কথায়, “কলকাতা পুলিশ মেরেছে। পুরুষ ও মহিলা পুলিশ উভয়েই লাঠিপেটা করেছে। আমার শাঁখা ভেঙে দিয়েছে। পিঠে লেগেছে। আমাকে ফেলেও দেওয়া হয়েছে। ওঁর (তিলোত্তমার) বাবাকেও মেরেছে।” অবশ্য এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে। আর এই অভিযোগের ক্ষণিক পড়ে তড়িঘড়ি মাঝ অভিযান থেকেই তিলোত্তমার মা-কে হাসপাতালে পাঠাতে হয়েছে।

এরপর রাতের দিকেই সেই হাসপাতালে পৌঁছন বিজেপি নেতা তথা ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। সেখানে গিয়ে তিনি বলেন, “রোগী অনেকটাই স্থিতিশীল। তবে আঘাতটা সবাই দেখেছেন। বয়সটাও সবাই জানেন।” এরপরেই শাসক শিবিরের দিকে অভিযোগ তুলে তিলোত্তমার মা-কে রবিবারে কল্যাণী এইমসে নিয়ে যাওয়ার কথা বলেন সজল।

তাঁর কথায়, “এখানে সরকারি চাপ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করছে, একটা রাজ্য সরকারের চাপ রয়েছে। সবার সামনে কি আর করবে, যেখানে করার করেছে। তবে এখানে যে চিকিৎসাটা পাওয়া দরকার ছিল, তা পাচ্ছে না। তাই আগামিকাল সকালেই হয়তো ওনাকে নিয়ে এইমসে চলে যাওয়া হবে। এই রাতটা আপাতত এখানেই পর্যবেক্ষণে রাখা হবে।”