Salt Lake: মহিলা কর্মীই কিনা… সল্টলেকের আয়ুর্বেদিক স্পা পার্লারের আলো আঁধারির ঘরেই ঘটেছে সব

Salt Lake: খবর পেয়ে বিধান নগর মহকুমা হাসপাতালে যান মাধবী মণ্ডলের স্বামী। মুরারি মণ্ডল। হাসপাতাল থেকে তিনি জানতে পারেন, স্ত্রী-র মৃত্য়ু হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, আয়ুর্বেদিক স্পা পার্লারের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে। 

Salt Lake: মহিলা কর্মীই কিনা... সল্টলেকের আয়ুর্বেদিক স্পা পার্লারের আলো আঁধারির ঘরেই ঘটেছে সব
এই স্পা পার্লারেই দেহ উদ্ধার Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 3:59 PM

 কলকাতা:  সল্টলেকে আয়ুর্বেদিক স্পা-পার্লার মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যু। স্পা-এর ভিতর থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিধান নগর উত্তর থানায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার স্পা-এর মালিক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাধবী মণ্ডল। তিনি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর অঞ্চলে।

মাধবী সল্টলেকের এ ডি ব্লকের একটি আয়ুর্বেদিক স্পা তে কাজ করতেন।  পরিবারের তরফ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকালেও নিজের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকের স্পা পার্লারে কাজে যোগ দেন মহিলা। অভিযোগ,  দুপুরবেলায় ওই মহিলার স্বামীকে পার্লারের মালিক ফোন করে জানান, তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে  বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাধবীর স্বামীকেও ফোন করে হাসপাতালে পৌঁছে যাওয়ার কথা বলা হয়।

খবর পেয়ে বিধান নগর মহকুমা হাসপাতালে যান মাধবী মণ্ডলের স্বামী। মুরারি মণ্ডল। হাসপাতাল থেকে তিনি জানতে পারেন, স্ত্রী-র মৃত্য়ু হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, আয়ুর্বেদিক স্পা পার্লারের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে।  এরপরই তার স্বামী বিধান নগর উত্তর থানায় স্পা পার্লারের মালিক হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। তাঁর দাবি, রজত হালদার তাঁর স্ত্রীকে নানা ভাবে মানসিক নির্যাতন করতেন। মৃতের স্বামীর অভিযোগের ভিত্তিতে রজত হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ খতিয়ে দেখতে চাইছেন, আদৌ পার্লারের মালিকের সঙ্গে মাধবীর অন্য কোনও সম্পর্ক ছিল কিনা। পুলিশ মনে করছে, মাধবী যদি ওই পার্লারে কাজ করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতেন, তাহলে কাজ ছেড়ে দেননি কেন? মৃতার স্বামীর সঙ্গেও কথা বলছে পুলিশ।