Salt Lake: দুবাই থেকে ফিরেই ছেলের আচরণ বড় বদল! থানার দ্বারস্থ সল্টলেকের বৃদ্ধা মা-বৌদি
Salt Lake: দীর্ঘদিন ধরে ছোট ছেলে শুভাশিস বাড়ি এসে মায়ের ওপর মানসিক চাপ তৈরি করতেন প্রতিনিয়ত। গত শনিবারের ঘটনা। অভিযোগ, রাত এগারোটা নাগাদ হঠাৎ শুভাশিস বাড়িতে চড়াও হন। বাড়ির গেট বন্ধ থাকায় হাতুড়ি দিয়ে গেট ভাঙে বলে অভিযোগ।
কলকাতা: সম্পত্তিগত বিবাদের জেরে অবিলম্বে বাড়ি বিক্রি করার চাপ। আর তার জেরেই ছোট ছেলের হাতে আক্রান্ত বৃদ্ধা মা, দাদা ও বৌদি। বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সল্টলেকের সি এফ ব্লকের বাসিন্দা বৃদ্ধা মিনতি মুখোপাধ্যায়ের বড় ছেলের নাম দেবাশিস ও বৌমা মিলন। তাঁদের নিয়ে তিন তলা বাড়িতে থাকেন। মিনতির দুই ছেলে এবং এক মেয়ে, ছোট ছেলে কর্মসূত্রে দুবাইতে ছিল। পরবর্তীতে তিনি ফিরে আসেন কলকাতায়। এরপর নিউটাউননেই থাকতে শুরু করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ছোট ছেলে শুভাশিস বাড়ি এসে মায়ের ওপর মানসিক চাপ তৈরি করতেন প্রতিনিয়ত। গত শনিবারের ঘটনা। অভিযোগ, রাত এগারোটা নাগাদ হঠাৎ শুভাশিস বাড়িতে চড়াও হন। বাড়ির গেট বন্ধ থাকায় হাতুড়ি দিয়ে গেট ভাঙে বলে অভিযোগ।
আওয়াজ পেয়ে বৃদ্ধা মা চিৎকার করেন, শুভাশিসকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাঁর দাদা বৌদি। এরপর নম্বরে ফোন করে গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ আসছে শুনে তড়িঘড়ি ছোট ছেলে শুভাশিস বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে। তখন দাদা ও বৌদি তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, অভিযুক্ত বৌদিকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। অভিযোগ, ছোট ছেলে বাড়ির মিটার বক্স ভেঙে ফেলেন, যাতে মা অন্ধকারে থাকেন। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেন। পরে থানায় এফআইআর দায়ের করেন বৃদ্ধা।
বৃদ্ধা বলেন, “আমাকে জব্দ করতে বাড়ির সব জিনিস ভাঙচুর করে। আমি ঘরে ছিলাম, তালা দিয়ে দিচ্ছে, মিটার বক্স ভেঙে ফেলছে, টিভি ভাঙছে। থানায় বলেছি। আমার ছোট ছেলে কেন এমন করছে বুঝতে পারছি না, আদৌ সুস্থ রয়েছে নাকি অসুস্থ হয়ে গেল, চিন্তা হচ্ছে।”