
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না। কিন্তু মান রাখলেন দলের রাজ্য সভাপতি। দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনে শাহের পরিবর্তে গেলেন ভট্টাচার্য। মন্ত্রীর পরিবর্তে গেলেন সাংসদ। এক কথায়, শনির সন্ধ্যায় সেখানে গেলেন শমীক।
এদিন সন্ধ্য়ায় সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে লেক অ্যাভিনিউ সংলগ্ন ওই পুজো উদ্বোধন করলেন তিনি। কিন্তু কেন তাঁকে আসতে হল? শুক্রবার সকালে উৎসবমুখর শহরে ‘অরাজনৈতিক’ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাংলায় পা রাখার আগে প্রকাশিত সফরসূচিতে উল্লেখ ছিল তিনটি পুজো উদ্বোধনের কথা। প্রথমে তাঁর যাওয়ার কথা ছিল সন্তোষ মিত্র স্কোয়ার। তারপর এই সেবক সঙ্ঘ। সবশেষে ইজেডসিসিতে চলা ‘বিজেপির দুর্গাপুজোয়’। কিন্তু বৃহস্পতিবার বিকালে প্রকাশিত দ্বিতীয় বা শেষ সফরসূচির তালিকা থেকে বাদ পড়ল ওই সেবক সঙ্ঘের নাম। কারণ নিয়ে তৈরি হল চাপা উত্তেজনা।
এবার দিন পেরতেই শাহের পরিবর্তে সেবকে এলেন শমীক। শাহের সফরসূচি নিয়ে তৈরি হওয়া ‘জল্পনাকে’ কার্যত এড়িয়ে গেলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বললেন, ‘কোনও এক কারণে ওনার সফরসূচি থেকে সেবক সঙ্ঘ বাদ পড়েছে। সময়ে কুলিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে কেউ কেউ নানা মন্তব্য করে যদি আনন্দ পান বা এক রাত্রি একটু বেশি ঘুমোতে পারেন, তা হলে ভাল।’
অবশ্য, শাহের সফরসূচি থেকে সেবক সঙ্ঘ বাদ পড়া নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে অন্য রসায়ন। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল অমিত শাহর পুজো উদ্বোধন। সেখানে চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর, কোনও ভিড় হবে না বলে কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। লেবুতলা পার্ক ও সল্ট লেকের হল ভাড়া করা পুজো।’
Breaking: লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। 87 নম্বর ওয়ার্ডে সেবক সংঘে 26/9 চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 24, 2025
তাঁর সংযোজন, ‘আবার প্রমাণ হল আদি বিজেপি নেতাদের কোনও পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনও রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।’ বলে রাখা প্রয়োজন দক্ষিণ কলকাতার এই সেবক সঙ্ঘের পুজো রাজনৈতিক মহলে আদি বিজেপি নেতা মৃণালকান্তি দাসের বলেই পরিচিত। তিনি আবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। তাই সেবকে শাহের পা না রাখা ঘিরে তৈরি হয়েছে আদি-নব্য দ্বন্দ্বের জল্পনা।