Sandeshkhali: জামিন পেলেও আজ রাতে জেলেই থাকতে হবে মাম্পিকে, কেন জানেন?

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

May 17, 2024 | 8:41 PM

Sandeshkhali: এদিকে এই জামিনের কাগজ নিয়ে বিজেপি নেতৃত্ব এসে পৌঁছয় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু মাম্পি দাসকে এদিনই সংশোধনাগার থেকে ছাড়া হবে না বলেই খবর। সংশোধনাগার সূত্রে খবর, বেল বন্ড এসে পৌঁছলেও রিলিজ অর্ডার এখনও এসে পৌঁছয়নি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে।

Sandeshkhali: জামিন পেলেও আজ রাতে জেলেই থাকতে হবে মাম্পিকে, কেন জানেন?
সন্দেশখালির মাম্পি দাস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: জামিন পেয়েছেন, তবে আজই সংশোধনাগার থেকে মুক্তি নয় বিজপি নেত্রী মাম্পি দাসের। জামিন পেলেও শুক্রবার সংশোধনাগারেই থাকতে হবে মাম্পিকে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে জামিন দিয়েছে হাইকোর্ট। ব্যক্তিগত বন্ডে এদিন জামিনের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

এদিকে এই জামিনের কাগজ নিয়ে বিজেপি নেতৃত্ব এসে পৌঁছয় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু মাম্পি দাসকে এদিনই সংশোধনাগার থেকে ছাড়া হবে না বলেই খবর। সংশোধনাগার সূত্রে খবর, বেল বন্ড এসে পৌঁছলেও রিলিজ অর্ডার এখনও এসে পৌঁছয়নি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে।

এই বেল বন্ড জমা দেওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে। বসিরহাট আদালত থেকে রিলিজ অর্ডার আনতে হবে। আর তা আনতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই সময় অতিক্রান্ত হওয়ার কারণেই শুক্রবার মাম্পিকে সংশোধনাগারে থাকতে হচ্ছে বলে খবর।

সম্প্রতি ভাইরাল ভিডিয়োকাণ্ড ঘিরে সন্দেশখালি উত্তাল হয়। এরইমধ্যে মাম্পি দাস নামে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে সাদা কাগজে সই করানোর অভিযোগ ঘিরে শুরু হয় চাপানউতর। অভিযোগ ওঠে মাম্পি জোর করে অন্য মহিলাদের দিয়ে যৌন নির্যাতনের মামলা করিয়েছিলেন। এরপরই পুলিশ তাঁকে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। গ্রেফতার করা হয় তাঁকে।

Next Article