Sandeshkhali: ‘আপনি গিয়েছেন ওখানে? এত তাড়াহুড়ো কীসের?’ সন্দেশখালি মামলায় প্রশ্ন প্রধান বিচারপতির

Sandeshkhali: মামলাকারীর আইনজীবী সওয়াল করেন, "শুধু মিডিয়া রিপোর্ট নয়। রাজ্যপালের রিপোর্টও রয়েছে মামলায়।"  প্রধান বিচারপতি বলেন, "দ্রুত শুনানির আর্জি খারিজ। মামলা শোনা হবে লিস্ট অনুযায়ী।"

Sandeshkhali: আপনি গিয়েছেন ওখানে? এত তাড়াহুড়ো কীসের? সন্দেশখালি মামলায় প্রশ্ন প্রধান বিচারপতির
সন্দেশখালি (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 19, 2024 | 1:17 PM

কলকাতা:  সন্দেশখালি সংক্রান্ত জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শোনার আর্জি খারিজ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী সংযুক্তা সামন্তের।  জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে সাড়া দিল না আদালত। সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের প্রশ্ন , মামলাকারী কি কোনও সমাজকর্মী? কোন বিশেষ ব্যক্তি? মামলাকারী কি নিজে সন্দেশখালি গিয়েছিলেন?

মামলাকারীর তরফ থেকে আইনজীবী  জানান, “না,আমি যাইনি। তবে ওখানের পরিস্থিতি খারাপ। মহিলারা আতঙ্কিত।” তখন প্রধান বিচারপতি বলেন, “মিডিয়া রিপোর্টের ভিত্তিতে জনস্বার্থ মামলা কেন? সিঙ্গল বেঞ্চ আজ সন্দেশখালির মামলা শুনবে। সেটা আগে দেখুন।”

মামলাকারীর আইনজীবী সওয়াল করেন, “শুধু মিডিয়া রিপোর্ট নয়। রাজ্যপালের রিপোর্টও রয়েছে মামলায়।”  প্রধান বিচারপতি বলেন, “দ্রুত শুনানির আর্জি খারিজ। মামলা শোনা হবে লিস্ট অনুযায়ী।”

প্রসঙ্গত, সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।  আইনজীবী সংযুক্তা সামন্ত এবিষয়ে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন।  জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে ওই আইনজীবীর আর্জি ছিল, সন্দেশখালিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কিন্তু আদালতের প্রশ্ন, ‘এত তাড়াহুড়ো কীসের?’ দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।