Sandip Ghosh: কালীর জন্য নির্জলা উপোস করেও কৌশিকী অমাবস্যাতেই সন্দীপের ‘সর্বনাশ’!

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 05, 2024 | 1:31 PM

Sandip Ghosh: সূত্রের খবর, কৌশিকী অমাবস্যার রাতে কালীপুজোর দিন গ্রেফতার হন সন্দীপ। জানা গিয়েছে,অফিস যাওয়ার পথে প্রায়শই ফুলবাগান কালীমন্দির যেতেন তিনি। কৌশিকী অমাবস্যায় উপোস করেন প্রাক্তন এই অধ্যক্ষ।

Sandip Ghosh: কালীর জন্য নির্জলা উপোস করেও কৌশিকী অমাবস্যাতেই সন্দীপের সর্বনাশ!
সন্দীপ
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: আদালতের নির্দেশে সিবিআই হেফাজতে আপাতত রাত কাটছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। তিলোত্তমার মৃত্যু পর থেকে উঠেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। সূত্রের খবর, গ্রেফতারির পর থেকে নাকি চিন্তায় দু’চোখের পাতা এক করতে পারেননি সন্দীপ। খেয়েছেন নিরামিষ খাবার।

সূত্রের খবর, কৌশিকী অমাবস্যার রাতে কালীপুজোর দিন গ্রেফতার হন সন্দীপ। জানা গিয়েছে,অফিস যাওয়ার পথে প্রায়শই ফুলবাগান কালীমন্দির যেতেন তিনি। কৌশিকী অমাবস্যায় উপোস করেন প্রাক্তন এই অধ্যক্ষ। যেদিন সন্দীপ গ্রেফতার হন (সোমবার, ২ সেপ্টেম্বর), ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাত্রিবেলা বিশ্রাম নিতে দেওয়া হয় তাঁকে।

রাত্রিবেলা রাতে ডায়েট চার্ট মেনে নিরামিষ খাবার দেওয়া হয় তাঁকে। খাবারে রুটি,ডাল,সবজি খেতে দেওয়া হয়। তবে পুরো খাবার খাননি বলেই খবর। রাত্রিবেলা জেরা করা না হলেও, বুধবার সকালে প্রায় ২ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। তাঁর সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে জেরা করা হয়। সূত্রের খবর, এক সময় যে সন্দীপ ঘোষকে ‘ডোন্ট কেয়ার’ মনোভাবে দেখা গিয়েছে, তারই নাকি শুকিয়ে গিয়েছে মুখ। মনে করা হচ্ছে, গ্রেফতারির পর অনেকাংশেই ভেঙে গিয়েছে তাঁর মনোবল। সিবিআই সূত্রে খবর, সন্দীপের থেকে জানতে চাওয়া হয়,তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের কী কী সামগ্রী কেনা হয়েছে? ক’টি টেন্ডার হয়েছে? টেন্ডার কমিটিতে কে কে রয়েছেন? টেন্ডার কমিটি কারা গঠন করেন? ইত্যাদি নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছে বলে খবর।

এ দিকে, আলিপুর আদালতে তোলার সময় মহিলা ও পুরুষ আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছেন। অভিযুক্তের ফাঁসির দাবি নিয়ে সরব হয়েছেন তাঁরা। এমনকী, বিক্ষোভকারীদের মধ্যে থেকে কেউ একজন চড়ও মারেন তাঁকে। এই ঘটনার পর থেকে সন্দীপের নিরাপত্তায় আরও তৎপর কেন্দ্রীয় বাহিনী।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

 

 

Next Article