কলকাতা: সোমবার আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা করে শিয়ালদহ আদালত। শনিবার সিভিক ভলান্টিয়রকে দোষী সাব্যস্ত করা হয় বিএনএস ৬৪,৬৬ ও ১০৩ (১) নম্বর ধারায়। সোমবার আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনায় আদালত। এবার সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন সঞ্জয় রাই।
দোষীর আইনজীবী সেঁজুতি চক্রবর্তী বলেন, “সিবিআই মৃত্যুদণ্ড চেয়েছিল। আমরা সেটা চ্যালেঞ্জ করি। তুলে ধরি সুপ্রিম কোর্টের একাধিক কেসের উদাহরণ। কোর্টকে বলি যে মৃত্যুদণ্ড দেওয়া হোক তখনই, যখন আর অন্য কোনও শাস্তি তাকে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট বিভিন্ন ধরনের কেসে বলেছে একজন মানুষকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত।” এরপর আইনজীবী বলেন, “অভিযুক্তের তো অধিকার রয়েছে উচ্চ-আদালতে যাওয়ার। তাই সঞ্জয় অবশ্যই হাইকোর্টের দ্বারস্থ হবে।”
বস্তুত, এ দিন আদালত আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অনায়াদায়ে হবে আরও ৫ মাসের জেল। একইসঙ্গে পরিবারকে ১০ লক্ষ ও ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। কর্তব্যরত অবস্থায় ধর্ষণের জন্য ৭ লক্ষ ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুর জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে।