Saraswati Puja: ভিতরে বীণা, বাইরে বন্দুক! মমতার কলেজে ‘বিড়ম্বনায়’ সরস্বতী?

Saraswati Puja: যোগেশের ঘটনায় বিরক্ত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে রিপোর্ট তলব করেছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই মমতার কাছে সেই রিপোর্ট পৌঁছেছে।

Saraswati Puja: ভিতরে বীণা, বাইরে বন্দুক! মমতার কলেজে ‘বিড়ম্বনায়’ সরস্বতী?
চলছে পুজো, চলছে রাজনৈতিক চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 02, 2025 | 1:00 PM

কলকাতা: শহরের বুকে একেবারে বেনজির ছবি। ভিতরে বীণা হাতে সরস্বতী, বাইরে বন্দুক হাতে পুলিশ। এদিন সকাল থেকেই এই ছবি কলকাতার যোগেশ চন্দ্র ল কলেজে। এখানেই সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলীর বিরুদ্ধে। পুলিশি নিরাপত্তাতেই করতে হবে পুজো, করতে হবে ভিডিয়ো রেকর্ডিং। জট বাড়তেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ব্যবস্থা নিয়েছে পুলিশও। সকাল থেকেই অস্ত্র নিয়ে পুজো পাহারা দিচ্ছেন পুলিশ কর্মীরা। ক্যাম্পাসের গাড়ি বারান্দার সামনে চলছে একটি পুজো। বাইরে বেরোলেই আবার অন্য ছবি। 

প্রসঙ্গত, যোগেশ চন্দ্র ডে কলেজ ও যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো আদপে কোন জায়গায় হবে তা ঠিক করার দায়িত্ব অধ্যক্ষদের হাতেই দেওয়া হয়েছিল। এরমধ্যে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পুজোর আয়োজন করা হয়েছে ক্যাম্পাসের মধ্যেই। তবে যোগেশ চন্দ্র ডে কলেজের পুজো হচ্ছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ইন্দ্রানী পার্কের অফিসের দালানে। সেই পুজোয় আবার থাকছেন তৃণমূলের বিতর্কিত ছাত্র নেতা সাব্বির নিজেই। ক্যাম্পাসের মধ্যে পুজো করার কথা থাকলেও বাইরে পুজো হওয়ায় উঠছে প্রশ্ন। পড়ুয়াদের অভিযোগ, অধ্যক্ষ কিছুতেই পুজোর অনুমতি দেননি। তাই বাধ্য হয়ে বাইরে পুজো।

এদিকে যোগেশের ঘটনায় বিরক্ত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে রিপোর্ট তলব করেছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই মমতার কাছে সেই রিপোর্ট পৌঁছেছে। রবিবার কলেজে আসার কথা রয়েছে খোদ শিক্ষামন্ত্রীরও। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর জারি রয়েছে।