
কলকাতা: কিছুদিন আগেই হয়ে গিয়েছে নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা। এদিকে কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল কয়েকদিনের মধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি সামনে আসতে পারে। অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এদিকে দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাতিলই হয়ে গিয়েছিল ২৬ হাজার চাকরি। চাকরি হারিয়েছিলেন হাজার হাজার শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা।
তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। লাগাতার আন্দোলনের ছবিও দেখেছে বাংলা। বারাবার আবেদনও হয়েছে কোর্টে। কিন্তু শেষ পর্যন্ত বাতিলই থেকেছে ওই চাকরি। ফের হয়েছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার হতে চলেছে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। বিজ্ঞপ্তি বলছে গ্রুপ সি-তে শূন্যপদ ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ ৫৪৮৮। দুই পদেই আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। তবে দাগিরা কোনওভাবেই আবেদন করতে পারবেন না।
পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বাংলার কর্মপ্রার্থী যুবকযুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের…
— Bratya Basu (@basu_bratya) October 9, 2025
ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তির কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করতে দেখা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। লেখেন, “পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বাংলার কর্মপ্রার্থী যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের এটি আরও একটি পদক্ষেপ! এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবকযুবতীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”