
কলকাতা: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। সোমবার নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা নেওয়ার ৭১ দিনের মাথায় ফল প্রকাশিত হল। ফল প্রকাশিত হলেও রেজাল্ট দেখতে গিয়ে সমস্যায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। ওয়েবসাইটে সমস্যা হওয়া ফল দেখত পাচ্ছেন না।
নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কথা সোশ্যাল মিডিয়ায় জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ।” এরপরই চাকরিহার শিক্ষকদের বার্তা দিয়ে তিনি লেখেন, “চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন, সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে। ভরসা রাখুন। ভাল থাকুন।”
গত ৭ সেপ্টেম্বর নবম দশমের লিখিত পরীক্ষা হয়। কমিশন জানিয়েছে, পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজারের বেশি চাকরিপ্রার্থী। westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীরা ফলাফল দেখতে পারবেন বলে কমিশন জানায়। তবে ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে ফল দেখতে গিয়ে সমস্যায় পড়েন চাকরিপ্রার্থীরা। চাকরিহারা শিক্ষকরা অপেক্ষায় রয়েছেন তাঁদের ফল কী হয়েছে তা জানার জন্য।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো নতুন করে একাদশ দ্বাদশ ও নবম দশমের পরীক্ষা নিয়েছে এসএসসি। তবে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া নিয়ে বিতর্ক বেধেছে। নতুন চাকরিপ্রার্থীরা এদিনও এই নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। মামলা হয়েছে হাইকোর্টেও।