
শিয়ালদহ: বাড়ছে ট্রেন। অফিস টাইমে উপচে পড়া ভিড় সামলাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় নতুন দু’টি ট্রেন নামানো ও একটির সময়এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। সম্প্রতি, ভিড় সামাল দিতে দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁও রুটে নতুন পাঁচটি ট্রেন জুড়ে ছিল শিয়ালদহ ডিভিশন। এবার একই ভাবে জুড়ল ডায়মন্ড হারবার রুটে। সেই রুটের মোট দু’টি লাইনে বাড়তি ট্রেন নামাল শিয়ালদহ রেল ডিভিশন।
কবে, কোন পথে চলবে এই তিন EMU?
শিয়ালদহ রেল ডিভিশন তরফে জানা গিয়েছে, ইতিমধ্য়েই ট্রায়াল সম্পন্ন হয়েছে। এবার থেকে নতুন দু’টি ট্রেন চলবে, যার মধ্য়ে একটি চলবে সোনারপুর লাইনে। যা প্রতিদিন ভোর ৫টায় সোনারপুর থেকে যাত্রা শুরু করবে। ডায়মন্ড হারবারে পৌঁছবে সকাল ৬টা ৫মিনিট নাগাদ।
দ্বিতীয় ট্রেনটি যাবে বালিগঞ্জের দিকে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশন থেকে রওনা দিয়ে ৭.৫৬ মিনিট নাগাদ বালিগঞ্জ স্টেশনে পৌঁছবে এই নতুন ট্রেনটি। তৃতীয় ট্রেনটি, যার সময় এগিয়ে আনা হয়েছে, সেটি হল সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল। যা এতদিন ৪টে ৫০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ত। এবার ছাড়বে ৪টে ৪০মিনিট নাগাদ। ডায়মন্ড হারবারে পৌঁছব ৫.৪৫ মিনিট নাগাদ।
সাম্প্রতিক উপচে পড়া ভিড়ের ভয়াবহ পরিণাম দেখেছে মুম্বই লোকাল। গত মাসের শুরুর দিকে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যায় বেশ কয়েক জন যাত্রী। সেই সময়ই পাশের লাইন থেকে অন্য একটি ট্রেন যাচ্ছিল। যার জেরে ট্রেনের নীচে পড়ে মৃত্যু হয় চার যাত্রীর। তারপর থেকেই ভিড় সামাল দিতে দেশজুড়ে বাড়তি তৎপরতা নিয়েছে রেলমন্ত্রক।