
শিয়ালদহ: ওরা ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। ঘুরে বেড়াচ্ছে শিয়ালদহ স্টেশনেও। ধরছে যাত্রীদের। এবার তাদেরই ধরতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের। কিন্তু এরা কারা? এরা হল ভুয়ো টিকিট পরীক্ষক। তাদের দৌরাত্ম্য কমাতেই বিশেষ ব্যাজ ব্যবস্থা চালু করেছে রেলের শিয়ালদহ ডিভিশন।
শিয়ালদহ স্টেশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীনার উদ্যোগেই শুরু হয়েছে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যার সুফলও পাওয়া গিয়েছে হাতেনাতেই। রবিবার এই বিশেষ ব্যাজের মাধ্য়মেই পরপর দু’জন ভুয়ো টিকিট পরীক্ষককে পাকড়াও করা হয়েছে।
প্রথম ভুয়ো কর্মচারীটিকে পাকড়াও করা হয় শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার থেকে। নিজেকে টিকিট পরীক্ষক হিসাবে পরিচয় দিচ্ছিলেন তিনি। কিন্তু যাত্রীরা তার কাছে নতুন চালু হওয়া বিশেষ ব্যাজ দেখতে চাইলেই কালঘাম ছুটে যায় তার। সন্দেহজনক আচরণ শুরু করেন। তারপরেই টিকিট পরীক্ষকের পরিবর্তে নিজেকে ভিজিল্যান্স অফিসার বলে পরিচয় দিতে শুরু করেন ওই ব্যক্তি।
দুই ভুয়ো টিকিট পরীক্ষক
তবে হাজার চেষ্টার পরেও রক্ষা হয় না তার। শিয়ালদহ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে ফোন আসে। সেই ভিত্তি রেলপুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটাটি ঘটেছিল লক্ষ্মীকান্তপুর স্টেশনে। কর্মরত কয়েক জন টিকিট পরীক্ষক লক্ষ্য করেন এক ব্যক্তি জোরপূর্বক যাত্রীদের থেকে টিকিট চাইছেন। তখনই তাকে ঘিরে ধরে সবাই। অপ্রস্তুত হয়ে পড়েন ওই ভুয়ো টিকিট পরীক্ষক। বেরিয়ে আসে সত্যিটা।
এই প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, ‘এই ঘটনাগুলি প্রমাণ করে যে আমাদের নেওয়া পদক্ষেপ কতটা কার্যকর। নতুন ব্যাজ ব্যবস্থার মাধ্যমে সত্যিকারের টিটিইদের চিহ্নিত করা যেমন সহজ হয়েছে, তেমনই সাধারণ যাত্রীরাও এখন ভুয়োদের শনাক্ত করতে পারছেন।’