পার্থ, অনুব্রতর পর এবার কেন্দ্রীয় সংস্থার নজরে আরও এক তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী। বুধবার সকালেই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই-এর টিম। আসানসোল ও কলকাতা মিলিয়ে মোট ৬ টি বাড়িতে তল্লাশি চলছে। সূত্রের খবর, মলয় ঘটকের ছেলের বাড়ির লকার ভাঙার কাজ চলছে। তল্লাশি চলছে মলয়ের হিসাব রক্ষকের বাড়িতেও।
আইনমন্ত্রী মলয় ঘটককে বুধবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এ দিন তাঁর সরকারি বাসভবনেই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপর গাড়িতে ওই বাড়ি থেকে বেরতে দেখা যায় মন্ত্রীকে। তবে, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
মলয় ঘটকের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘তদন্তের বিষয়ে মন্তব্য করব না। সেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর আইনজীবীরা মন্তব্য করবেন।’
বিস্তারিত পড়ুন: মলয় প্রসঙ্গে নিরুত্তর কুণাল, বললেন, ‘CBI নিরপেক্ষ নয়’
মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক জানিয়েছেন, এ দিন সিবিআই আধিকারিকরা তাঁদের সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহার করেছেন। তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, আধিকারিকরা বলেছেন, তাঁরা যেমনটা ভেবেছিলেন, তেমন কিছুই পাওয়া যায়নি। এটা যে একজন মন্ত্রীর বাড়ি, সেটা নাকি ভাবতেই পারেননি আধিকারিকরা। বাড়িতে আলমারি ভাঙার লোক তিনিই ডেকে এনেছিলেন বলে জানিয়েছেন সুদেষ্ণা দেবী, কারণ ওই আলমারিগুলির চাবি হারিয়ে ফেলেছিলেন তিনি।
মলয় ঘটকের লেক গার্ডেন্স ঢাকা মোড়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। শান্তনু জানা নামে এক ব্যক্তি গ্রিলের কাজ করতেন ওই বাড়িতে। তাঁর এক সহযোগীর কাছ থেকেই বাড়ির চাবি পান সিবিআই আধিকারিকরা। পুরনো ওই বাড়ি সংস্কারের কাজ চলছে।
শান্তনুর সহযোগী মুক্তকে বাড়ির ভিতরে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। মুক্তর কাছে এই বাড়ির চাবি ছিল। সিবিআইয়ের আধিকারিকরা আসার পরে মুক্তকে ডাকেন শান্তনু। মুক্ত এসে চাবি দেন। তারপরেই বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা।
কেন শুধুমাত্র বেছে বেছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই। সেই প্রশ্ন তুলে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় সমর্থকেরা। আসানসোলে মলয়ের সমর্থকরা বলছেন, সিবিআই তৃণমূল নেতাদের মিথ্যা মামলায় জড়াচ্ছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন়।
লেক গার্ডেন্সের এই বাড়িতে মন্ত্রীর পুত্র ও পুত্রবধূ থাকেন। বাড়িটি বাইরে থেকে তালা থাকায় বাড়ির রাঁধুনিকে দিয়ে গোয়েন্দারা তালা ভাঙার কর্মী ডেকে আনেন। এরপর ঘরে ঢুকে আলমারির তালা ভাঙার নির্দেশ দেন গোয়ন্দা আধিকারিকরা।
বিস্তারিত পড়ুন: মলয় ঘটকের ছেলের বাড়িতে ভাঙা হচ্ছে লকার, লেক গার্ডেন্সে মন্ত্রীর বাড়িতেও CBI তল্লাশি
সিবিআই সূত্রে খবর, আলিপুরে ৮/১ অবস্থিত শ্যাম ভাটিকা নামের একটি আবাসনে দিওয়ান পরিবার বসবাস করে। পার্কস্ট্রিট এলাকায় রয়েছে তাঁদের কাপড়ের ব্যবসা।
বিস্তারিত পড়ুন : আলিপুরে মলয় ঘটকের CA-র বাড়িতেও CBI হানা