Humayun Kabir: ‘সেকুলার দল’, হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা-শুভেন্দুর বিরুদ্ধেও!

Humayun Kabir: হুমায়ুন এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে আগে জাতিসত্তা, তার পর রাজনৈতিক দল। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার দিনই ঘোষণা করে দেন ২২ ডিসেম্বরই নতুন দল গড়ছেন তিনি। তবে তাঁর লক্ষ্য,  সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক।

Humayun Kabir: সেকুলার দল, হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা-শুভেন্দুর বিরুদ্ধেও!
হুমায়ুন কবীরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 10, 2025 | 12:40 PM

কলকাতা: পেঁয়াজের খোসার মতো একটু একটু করে নিজের দল সম্পর্কে খোলস করছেন হুমায়ুন। নিজের লক্ষ্য আগেই পরিস্কার করেছেন, টার্গেট তাঁর ৯০। দ্বিতীয় দিনে এটা স্পষ্ট করেছেন ‘মিম’-এর সঙ্গে জোট, কথা হয়েছে সেলিমের সঙ্গেও। তৃতীয় দিনে স্পষ্ট করেছেন, তাঁরাই হবেন ম্যাজিক ফিগার! আর এবার তৃণমূল থেকে সদ্য সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর  বললেন,  সেকুলার দল গড়বেন। সেক্ষেত্রে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি,  মিমের পাশাপাশি ‘ধর্মনিরপেক্ষ’ জাতীয় কংগ্রেস, আইএসএফের কথাও বললেন। বুধবার পাঁচ তারা হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবেন তিনি। অর্থাৎ তাঁর দল ছাব্বিশের নির্বাচনে প্রার্থী দেবে ভবানীপুর- নন্দীগ্রামেও। তবে এক্ষেত্রে তিনি আরও একবার জোটে লড়ার ক্ষেত্রেই সওয়াল করলেন তিনি। তবে

মিমে-র সঙ্গে যে জোট করছেন, তা ইতিমধ্যেই স্পষ্ট করেছেন হুমায়ুন। এদিকে, তিনি আগে এটাও দাবি করেছিলেন মহম্মদ সেলিমের সঙ্গেও ফোটে কথা হয়েছে তাঁর। তবে এবার আইএসএফ প্রসঙ্গ। তবে সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকির সঙ্গে তাঁর আদৌ কোনও কথা হয়েছে কিনা, সেটা স্পষ্ট করেননি।  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সংগঠনের গতি আনতে চাইছেন ওয়েইসি। তাই গত মাসেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে মিমের তরফে। ওয়েইসির তরফ থেকে হুমায়ুনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যেই নিজের দল গড়ার কথা ঘোষণা করে দিলেন হুমায়ুন।

হুমায়ুন এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে আগে জাতিসত্তা, তার পর রাজনৈতিক দল। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার দিনই ঘোষণা করে দেন ২২ ডিসেম্বরই নতুন দল গড়ছেন তিনি। তবে তাঁর লক্ষ্য,  সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক। ১৩৫ টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছিলেন তিনি। তবে তাঁর টার্গেট ৯০ টি আসন! হুমায়ুনের এ সব ‘লক্ষ্য’ ‘বাবরি’ ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে একাধিকবার সামনে এসেছে। কিন্তু এবার আরও বড় কথা হুমায়ুনের। তিনি বললেন, “২০২৬ এ তৃণমূল বা বিজেপি কেউই একক ভাবে সরকার গড়তে পারবে না। যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন হুমায়ুন কবীরের সাহায্য নিতে হবে । আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না।” তবে কংগ্রেসের কথা বললেও জাতীয় কংগ্রেসের কথা বলেছেন হুমায়ুন। বাংলায় কংগ্রেস প্রসঙ্গে হুমায়ুনের পর্যবেক্ষণ, “কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়েছে । ছাব্বিশে ওদের চিহ্ন থাকবে না।”

তবে মুর্শিদাবাদের মাটিতে যে ভোট কাটাকুটির রাজনীতি শুরু হয়ে গিয়েছে, তাতে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এদিনও ‘আত্মবিশ্বাসী’ হুমায়ুন বললেন, “কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না। নির্ণায়ক শক্তি হব আমরাই।”