AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: হঠাৎ নবান্নে চিদম্বরম, সোনিয়ার কোনও বার্তা নিয়েই কি মমতার সাক্ষাতে?

P Chidambaram: কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে লোকসভা ভোটে। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে রয়েছে ২৯টি। ফলে লোকসভায় বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে পাশে পেলে কংগ্রেসেরও গলার জোর যে আরও জোরাল হতে পারে তা সহজেই অনুমেয়। তবে চিদম্বরমের কলকাতায় আসা নিয়ে কংগ্রেসের তরফে কেউ কোনও মন্তব্য করেননি। মুখ খোলেনি তৃণমূল শিবিরেরও কেউ।

Mamata Banerjee: হঠাৎ নবান্নে চিদম্বরম, সোনিয়ার কোনও বার্তা নিয়েই কি মমতার সাক্ষাতে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ পি চিদম্বরমের।
| Edited By: | Updated on: Jun 20, 2024 | 9:42 PM
Share

কলকাতা: প্রবীণ কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম নবান্নে। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে যান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বলে খবর। চিদম্বরম প্রায় ৩০ মিনিট সেখানে ছিলেন। ২৪ জুন থেকে শুরু হচ্ছে নতুন লোকসভার অধিবেশন। তার আগে চিদম্বরমের মমতার সঙ্গে সাক্ষাৎ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। জোর জল্পনা, সোনিয়া গান্ধীর কোনও বার্তা নিয়েই কি এদিন নবান্নে এসেছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা?

সূত্রের খবর, এদিনই কলকাতায় আসেন পি চিদম্বরম। কলকাতা বিমানবন্দরে নেমে চলে যান নবান্নে। এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকায় ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।

কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে লোকসভা ভোটে। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে রয়েছে ২৯টি। ফলে লোকসভায় বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে পাশে পেলে কংগ্রেসেরও গলার জোর যে আরও জোরাল হতে পারে তা সহজেই অনুমেয়। তবে চিদম্বরমের কলকাতায় আসা নিয়ে কংগ্রেসের তরফে কেউ কোনও মন্তব্য করেননি। মুখ খোলেনি তৃণমূল শিবিরেরও কেউ।