Ram Navami: রামনবমীতে নবান্নে থাকবেন পুলিশের শীর্ষ কর্তারা, খোলা থাকছে ডিজি কন্ট্রোল রুম

Ram Navami: জরুরি প্রয়োজন ছাড়া ৯ এপ্রিল পর্যন্ত কোনও পুলিশকর্মী ছুটি নিতে পারবেন না। আবার রামনবমীকে হাওড়া গ্রামীণ, হাওড়া শহর, আসানসোল, শিলিগুড়ি-সহ কয়েকটি জায়গায় বিশেষ নজর রাখার জন্য ২৯ জন আইপিএস অফিসারকে নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে।

Ram Navami: রামনবমীতে নবান্নে থাকবেন পুলিশের শীর্ষ কর্তারা, খোলা থাকছে ডিজি কন্ট্রোল রুম
৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 05, 2025 | 8:23 PM

কলকাতা: রবিবার রামনবমী। একদিকে রাজ্যজুড়ে শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে বিজেপি। আবার রামনবমীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, তার জন্য তৎপর পুলিশ প্রশান। তাই, রবিবার ছুটির দিন হলেও নবান্নে পুলিশের শীর্ষ আধিকারিকরা থাকবেন। সেখান থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন।

রামনবমীতে রাজ্যজুড়ে আড়াই হাজারের মতো মিছিল হওয়ার কথা। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যজুড়ে যত বড় মিছিল বের হবে, তার প্রত্যেকটাই পুলিশ পাহারায় ঘেরা থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ।

ইতিমধ্যে রাজ্যের সমস্ত পুলিশকর্মীর ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ৯ এপ্রিল পর্যন্ত কোনও পুলিশকর্মী ছুটি নিতে পারবেন না। আবার রামনবমীকে হাওড়া গ্রামীণ, হাওড়া শহর, আসানসোল, শিলিগুড়ি-সহ কয়েকটি জায়গায় বিশেষ নজর রাখার জন্য ২৯ জন আইপিএস অফিসারকে নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে।

রামনবমীর আগে এদিন স্পর্শকাতর জেলাগুলির পুলিশ সুপার এবং কমিশনারেটের কমিশনারদের এলাকায় ঘুরে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো এদিন বিভিন্ন জায়গায় পুলিশ সুপার ও কমিশনারদের রাস্তায় দেখা গিয়েছে।

আগামিকাল রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে নবান্ন খোলা থাকবে। খোলা থাকছে ডিজি কন্ট্রোল রুম। থাকবেন খোদ এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।

প্রশাসনের এই তৎপরতাকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে রামের মিছিল করলে মনে হচ্ছে যেন সন্ত্রাসবাদীদের মিছিল হচ্ছে। সরকার উত্তেজনা তৈরি করছে। সরকার হিংসার প্ররোচনা দিচ্ছে। সরকারের এ ধরনের অবস্থানের ফলে এক শ্রেণির মানুষ মনে করছেন, তাঁদের বিরুদ্ধে রামের মিছিল হচ্ছে। রামের দেশে রামের মিছিল হবে না তো কি চিনে গিয়ে মিছিল হবে?”