AC Local Story: বন্দে ভারতের ছায়া যেন এবার বাংলার প্রথম এসি লোকালে! মিলে গেল সুরেখা থেকে মাম্পা

AC Local Story: মাম্পা যদিও সরকারের নারী ক্ষমতায়নেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলছেন, “ফিল্ডে মহিলাদের আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই চেষ্টা সব সময় আরও বেশি করে চলছে। সেই রাস্তায় সুযোগ পেয়ে খুবই ভাল লাগছে।”

AC Local Story: বন্দে ভারতের ছায়া যেন এবার বাংলার প্রথম এসি লোকালে! মিলে গেল সুরেখা থেকে মাম্পা
জানেন ওদের গল্পটা? Image Credit source: Social Media & TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 10, 2025 | 5:23 PM

কলকাতা: বন্দে ভারতের ছায়া যেন এবার বাংলার প্রথম এসি লোকালে। এদিনই শিয়ালদহ থেকে উদ্বোধন হয়ে গেল পূর্ব ভারতের প্রথম এসি লোকাল। চালকের আসনে মহিলা লোক পাইলট মাম্পা ধারা। এবার চলুন ফিরে যাই ২০২৩ সালে। সোলাপুর স্টেশন এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মধ্যে পথচলা শুরু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের। চালকের আসনে ছিলেন এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব। তিনিই ছিলেন কোনও বন্দে ভারতের প্রথম মহিলা চালক। বাংলার প্রথম এসি লোকালের প্রথম মহিলা হিসাবে চালকের আসনে বসে উচ্ছ্বসিত মাম্পাও। তাঁকে এই জায়গা দেওয়ার জন্য রেল প্রশাসনের ভূয়সী প্রশংসা করলেন। 

মাম্পা বলছেন, “পূর্ব ভারতের প্রথম এসি লোকাল প্রথম লোকো পাইলট হিসাবে চালানো একশো শতাংশই গর্বের। আমাকে যে চয়েস করা হয়েছে এর জন্য রেল প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি। আমি আমার ১০০ শতাংশ দিয়ে কাজটা করার চেষ্টা করব।” 

মাম্পা যদিও সরকারের নারী ক্ষমতায়নেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলছেন, “ফিল্ডে মহিলাদের আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই চেষ্টা সব সময় আরও বেশি করে চলছে। সেই রাস্তায় সুযোগ পেয়ে খুবই ভাল লাগছে। আমার কাজের মাধ্যমে নিশ্চয় বাকিদেরও অনুপ্রাণিত করতে পারব।” এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তুনু ঠাকুর, সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য, জগন্নাথ সরকারের মতো ব্যক্তিত্বরা।