AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP’s Short Film: তৃণমূল বিরোধী প্রচারে হাতিয়ার শর্ট ফিল্ম! ভোটের আগে ঘরে ঘরে পৌঁছে দেবে বিজেপি

BJP vs TMC: ‘ভয়’- এই নামেই এই শর্ট ফিল্ম এদিন সামনে আনে বিজেপি। কিভাবে অনুপ্রবেশকারী হাতে ভোটার কার্ড পৌঁছে যাচ্ছে, তারপর তা নিয়েই কিভাবে সেই অনুপ্রবেশকারীরা এপার বাংলার মানুষের উপর চড়াও হচ্ছে, নারী নির্যাতন করছে, পুজো বন্ধের চেষ্টা করছে সবই উঠে এসেছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে।

BJP’s Short Film: তৃণমূল বিরোধী প্রচারে হাতিয়ার শর্ট ফিল্ম! ভোটের আগে ঘরে ঘরে পৌঁছে দেবে বিজেপি
এবার নতুন হাতিয়ার বিজেপির Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 09, 2025 | 6:57 PM
Share

কলকাতা: আক্রমণ, পাল্টা আক্রমণ চলছেই। সেই বিহার ভোটের রেজাল্টের সময় থেকেই তৃণমূল বিজেপির মধ্যে যেন পুরোদমে ভিডিয়ো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। পোস্ট, পাল্টা পোস্ট চলছে সোশ্যাল মিডিয়ায়। এই তো ক’দিন আগে বাঙালি অস্মিতায় শান গিয়ে কখনও গুপি-বাঘা আবার কখনও ফেলুদা-ব্যোমকেশের ভিডিয়ো পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করেছে বিজেপি। আর সব অ্যানিমেটেড ভিডিয়োতেই রাজ্যের দুর্নীতি, অরজকতা নিয়ে আওয়াজ তুলেছে পদ্ম শিবির। এবার একেবারে শর্ট ফিল্ম নিয়ে মাঠে নেমে পড়ল বিজেপি। সংবাদিক বৈঠক করে সেই শর্ট ফিল্ম দেখালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। 

‘ভয়’- এই নামেই এই শর্ট ফিল্ম এদিন সামনে আনে বিজেপি। কিভাবে অনুপ্রবেশকারী হাতে ভোটার কার্ড পৌঁছে যাচ্ছে, তারপর তা নিয়েই কিভাবে সেই অনুপ্রবেশকারীরা এপার বাংলার মানুষের উপর চড়াও হচ্ছে, নারী নির্যাতন করছে, পুজো বন্ধের চেষ্টা করছে সবই উঠে এসেছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে। শেষ পর্যন্ত জাল ভোটার কার্ডের খবর পুলিশের কানে যেতেই গ্রেফতার। এই শর্ট ফিল্মই এবার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তোড়জোড় করছে বিজেপি। এদিন সে কথাই সাংবাদিক বৈঠকে বলেন লকেট। 

এদিন সাংবাদিক বৈঠক থেকে এসআইআর-এনআরসি নিয়েও তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় লকেটকে। বলেন, “ভয় বাংলার মানুষের পাওয়ার কথা নয়। ভয় পাওয়ার কথা তাঁদের যাঁরা ওপার বাংলা থেকে অবৈধভাবে ঢুকেছেন তাঁদের। এখন বাংলার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। এসআইআর ও এনআরসি দিয়ে পুরো বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভোটব্যাঙ্ক রাজনীতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈতরণী পার হতে চাইছেন। এই ছোট্ট শর্ট ফিল্ম আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।”