KMC: ‘শো ইওর মেয়র’, সমস্যার ভিডিয়ো দেখে সমাধান করবেন মহানাগরিক ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 28, 2021 | 4:30 PM

Firhad Hakim: কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম জানান, এবার থেকে ডিজিটাল পরিষেবায় জোর দেওয়া হবে।

KMC: শো ইওর মেয়র, সমস্যার ভিডিয়ো দেখে সমাধান করবেন মহানাগরিক ফিরহাদ
মেয়র ফিরহাদ হাকিমের সাংবাদিক সম্মেলন। ছবি দীপঙ্কর দাশগুপ্ত।

Follow Us

কলকাতা: মঙ্গলবার মেয়র পদে শপথগ্রহণের পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। আগামিদিনে কীভাবে সাজবে কলকাতা, কী কী পরিকল্পনা রয়েছে তাঁদের তুলে ধরলেন তারই ফিরিস্তি। ফিরহাদ বলেন, “কলকাতা পুরসভায় তৃণমূলের যে বোর্ড তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে হয়েছে। মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য তা পূরণ করাই আমাদের মূল উদ্দেশ্য হবে।” কলকাতার ঐতিহ্য রক্ষায় বিশেষ জোর দেবে নতুন পুরবোর্ড। ছ’মাস অন্তর পুরসভা রিপোর্ট কার্ড পেশ করবে। রিভিউ মিটিং করে তা পেশ করা হবে। একই সঙ্গে কলকাতার জলযন্ত্রণাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথাও বলেন মহানাগরিক।

আসছে শো ইওর মেয়র

প্রতি শনিবার টক টু মেয়র তো চলবেই। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে ‘শো ইওর মেয়র’। হোয়াটসঅ্যাপে মানুষ তাঁদের সমস্যা জানাবেন। স্ক্রিনের মাধ্যমে মেয়র তা দেখবেন। কারও বাড়ির সামনে নোংরা, জল জমা বা অন্য যা সমস্যা তা নিজের চোখে দেখবেন মেয়র। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। এরপরই পরিবর্তিও ছবি যাবে পুরবাসীর কাছে। দেখানো হবে, কী ছিল আর কী হয়েছে।

ডিজিটাল পরিষেবায় জোর

কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম জানান, এবার থেকে ডিজিটাল পরিষেবায় জোর দেওয়া হবে। অ্যাপের মাধ্যমে বিল্ডিং প্ল্যানে অনুমোদন, ড্রেনেজ কানেকশনের অনুমোদন, জল পরিষেবা সমস্ত বিষয়ে জানানো যাবে। মিউটেশন হবে অনলাইন মোডে। এছাড়া কর প্রদানও অনলাইনে করা যাবে। সঙ্গে জন্ম-মৃত্যুর শংসাপত্র, ট্রেড লাইসেন্সের বিমা অনলাইনে পুনর্নবীকরণ-সহ অনলাইনে আরও একাধিক জনহিতকর পরিষেবা দেবে কলকাতা পুরসভা।

হকারদের জন্য নয়া পলিসি

এদিন ফিরহাদ হাকিম বলেন, “আমি অনুরোধ করব কলকাতার সমস্ত হকারকে। সবার পেটে ভাত নীতিতে বিশ্বাস করি আমরা। কিন্তু একটা নীতি তৈরি করছি যাতে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে বসতে পারেন তাঁরা। যেখানে সেখানে কালো, নীল প্লাস্টিক, আগুন জ্বালানো এগুলি বিষয়ে নজর দেওয়া হবে। ইলেকট্রিক আভেন ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে। সরকারের একটা অনুমোদন এসেছে। আমরা পলিসি তৈরি করব।”

বাতাস দূষণ রুখতে বাড়ানো হবে সবুজ

এদিন নতুন মেয়র বলেন, শহরের এয়ার কোয়ালিটিকে ভাল করতে সবুজায়ন প্রয়োজন। যেখানে ফাঁকা জায়গা পাওয়া যাবে, সেখানে ‘গ্রিন স্পেস’ তৈরি করতে হবে। আরবান ফরেস্ট এ নিয়ে দেখবে। যে সব জায়গায় খুব বেশি গাড়ি চলে সেখানে মিস্ট ক্যানন ব্যবহার করা হবে।

মেয়র্স ক্লিনিকে জোর

ইসতাহারের প্রস্তাব মতো আর্বান হেলথ সেন্টার বাড়ানোয় নজর দেবে পুরসভা। যেখানে সম্ভব সেখানে চেতলার মতো মেয়র্স ক্লিনিক তৈরির করার কথাও বলেন ফিরহাদ হাকিম।

কলকাতার জলযন্ত্রণা

বিধানসভা কিংবা পুরভোট, সবক্ষেত্রেই বিরোধীদের অন্যতম হাতিয়ার হয়েছে মহানগরবাসীর জনযন্ত্রণা। মেয়র হিসাবে শপথ নেওয়ার পর ফিরহাদ এ বিষয়ে বলেন, “বিরোধী বন্ধুরা সবসময় বলেন লন্ডন হল না কলকাতা, ভেনিস হয়ে গেল। ভেনিস দেখতে হলে মাদ্রাজ যান, বম্বে যান, দিল্লি যান। প্যাটার্ন অব রেন বদলে গিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। যে ছ’টা পকেটে মূলত জল জমে বেহালা, খিদিরপুর, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি সেসব জায়গার জন্য পাম্পিং স্টেশন বাড়ানো হবে। জল পরিষেবার সমস্যাও দেখা হবে বিশেষ নজর দিয়ে। টালিগঞ্জ, যাদবপুর, কিছুটা বড়বাজার এলাকার জন্য আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেটিং করছি।”

নতুন বিজ্ঞাপণ পলিসি

শহরের যেখানে সেখানে হোর্ডিংয়ের জন্য দৃশ্য দূষণ মহানগরে। তা কাটাতে এবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে, জানালেন ফিরহাদ হাকিম। বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটিও তৈরি করা হয়েছে। সেইমতো বিজ্ঞাপণ দেওয়া হবে।

পুরনো বাড়ির ক্ষেত্রে নতুন আইন আনা হবে

পুরনো বিপদজনক বাড়ি নিয়ে আইন আনবে পুরসভা। ফিরহাদ হাকিমের কথায়, “বিপদজনক বাড়িগুলিতে যারা থাকেন তাদের সবরকম আইনি সুরক্ষা দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে সেই বিল্ডিং ভাঙা হবে। শরিকের লড়াই থাকলে আদালতের কাছে সাহায্য চাওয়া হবে।” ফিরহাদ হাকিম জানান, বহু শহরে বস্তি উন্নয়নের নামে বস্তি উচ্ছেদ করা হয়। কলকাতায় বাংলার বাড়ি প্রকল্পে থাকার জায়গা দেওয়া হবে।

আরও পড়ুন: Kolkata Municipal Election: ‘টিম কর্পোরেশন’ কলকাতাকে বিশ্বের সেরা শহর করবে, শপথ মেয়র ফিরহাদের

Next Article