K K Death: মঞ্চ মাতিয়ে ছাড়লেন জীবনের স্টেজ, আলবিদা কেকে
— ৫৪ বছর বয়সে কেকের অকালমৃত্যু

K K Death: মঞ্চ মাতিয়ে ছাড়লেন জীবনের স্টেজ, ‘আলবিদা’ কেকে

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Jun 01, 2022 | 1:45 PM

সূত্রের খবর, ঠিক সাড়ে ৯টা নাগাদ হাসাপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তবে চিকিৎসকরা জানান, মৃত অবস্থাতেই (Brought Dead) হাসাপাতালে নিয়ে আসা হয়েছে গায়ককে।

কলকাতা: আকস্মিক! বিশ্বাসই হচ্ছে না। সত্যিই অবাক করে দেওয়ার মতো ঘটনা। থেমে গেল কণ্ঠ, আর কোনও দিনই লাইভে আসবেন না কেকে। পরিবার, অনুরাগীদের এক বুক বিরহ দিয়ে ৫৪ বছর বয়সেই চলে গেলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। গুরুদাস মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎকর্ষে (২০২২) গান গাইতে এসেছিলেন তিনি। নজরুল মঞ্চে শো শেষের পর অসুস্থ বোধ করায় তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, ঠিক সাড়ে ৯টা নাগাদ হাসাপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তবে চিকিৎসকরা জানান, মৃত অবস্থাতেই (Brought Dead) হাসাপাতালে নিয়ে আসা হয়েছে গায়ককে। চিকিৎসার কোনও সুযোগই ছিল না।

প্রসঙ্গত, মৃত্যুর সঠিক কারণ জানতে কেকের দেহের ময়নাতদন্ত হবে। রাতে দেহ রাখা থাকবে হাসপাতালের মর্গে। বুধবার বেসরকারি হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। সেখানেই হবে ময়নাতদন্ত। গায়কের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

 

 

Published on: Jun 01, 2022 01:45 PM